রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

পরিবারে অপরিহার্য্য স্বাস্থ্যযন্ত্র থার্মোমিটার

২৭-০৪-২০২০

পরিবারে অপরিহার্য্য স্বাস্থ্যযন্ত্র থার্মোমিটার

থার্মোমিটার হল তাপমাত্রা পরিমাপক যন্ত্র, যা বিভিন্ন মূলনীতি ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করে থাকে। থার্মোমিটারকে দুটি প্রধান অংশে ভাগ করা যায় যথা : তাপমাত্রা সংবেদী অংশ (যেমন পারদ থার্মোমিটারের বাল্ব) যেখানে তাপমাত্রা পরিবর্তনের সাথে কোন ভৌত পরিবর্তন সংঘটিত হয়, এবং এই ভৌত পরিবর্তনকে মানে রূপান্তর করার ব্যবস্থা (যেমন পারদ থার্মোমিটারের স্কেল)। আজকালকার থার্মোমিটারগুলোয় ইলেকট্রনিক ব্যবস্থায় ডিজিটাল ডিসপ্লে থাকে এবং কোন কোনটিতে কম্পিউটারে তথ্য প্রদানের ব্যবস্থাও থাকে।

আমরা অনেক সময় জ্বরে আক্রান্ত হই কিন্তু বুঝতে পারি না শরীরের তাপমাত্রা কত, এজন্য আমরা ক্লিনিক অথবা ফার্মাসীতে যাই ডাক্তার মুখের মধ্যে গ্লাসের তৈরী একটি পাইপ আমাদের মুখে পুরে দেন হ্যা এটা সবাই চিনেন নাম থার্মোমিটার। আর এর মাধ্যমেই শরীরের তাপমাত্রা মাপা হয়।

বাজারে দুই ধরনের থার্মোমিটার পাওয়া যায়। এনালগ এবং ডিজিটাল।

দাম: এনালগ থার্মোমিটার ৩০টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের হয়ে থাকে। ডিজিটাল থার্মোমিটার ১৫০টাকা থেকে মানভেদে বিভিন্ন দামের হয়ে থাকে।


এই পাতাটি ৬১১বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626