রাজডক কী?
রাজশাহী থেকে পরিচালিত আন্তরিকতা এবং প্রযুক্তির সংমিশ্রিত স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান। দ্রুত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে টেলিফোন, ইন্টারনেট তথা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা এবং জরুরী প্রয়োজনে বাসায় স্বাস্থ্যসেবা প্রদান করা আমাদের উদ্দেশ্য।
টেলিমেডিসিন অর্থাৎ ফোন/ইন্টারনেটের মাধ্যমে স্বাস্থ্যসেবার পাশাপাশি ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক, প্যাথলজী, এমবুলেন্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবার মাঝে সেতুবন্ধন হিসেবে রয়েছে রাজডক।
জরুরী ঔষধ, স্বাস্থ্যযন্ত্রাদি এবং অন্যান্য পথ্য সেবা প্রদান এবং সাধারনের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরীতে নিরলস কাজ করে যাচ্ছে রাজডক (RajDoc.com)।
সিইও
ডা: রেবেকা সুলতানা
এমবিবিএস, এমডি(প্যাথলজী), সিসিডি(বারডেম),
পিজিটি(রাজশাহী শিশু হাসপাতাল)
সিটিও
আব্দুল্লাহ আল নোমান
বিএসসি ইন কম্পিউটার সায়েন্স