amar poricito onek ke sir er kase dekhice. ebong tara sir er kase seba niye valo hoyece
মন্তব্য করেছেন: Sweety Akhter
amar poricito onek ke sir er kase dekhice. ebong tara sir er kase seba niye valo hoyece
মন্তব্য করেছেন: Sweety Akhter
আমি একাধিকবার রোগী নিয়ে গেছি। স্যার এর চিকিৎসা এবং উনার আচরনটা অতুলনীয়।
মন্তব্য করেছেন: Sakib Khan
খুব ভালো সেবা পেয়েছি। স্যার খুব ভালো মানুষ
মন্তব্য করেছেন: সেলিম রেজা
অনেক ভালো মনের ও অনেক মানের একজন ডাক্তার। বর্তমান সময়ে রাজশাহীতে তার মতো মানসিকতার ডাক্তার এর অনেক দরকার
মন্তব্য করেছেন: আবু জাফর
গত ১৫ ডিসেম্বর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলি। ফজরের কিছু পর । প্রেসার হাই ছিলো অনুমান করি। এমনিতেই আমার প্রেসার কিছু হাই থাকে । আমলে নেই নি । এর আগেও একবার জ্ঞান হারিয়েছিলাম বছর দশেক আগে, মনে করেছিলাম এমনিই ভালো হয়ে যাবে। হয়নি। পরে রাজডক থেকে ডাঃ আফজাল সাহেবের এপয়েন্টমেন্ট নিয়ে তার কাছে যাই ২০ ডিসেম্বর। এক কথায় অসাধারন একজন ডাক্তার । তিনি আমার কথা খুব মনযোগ দিয়ে শুনলেন । খুব অবাক হলেন , কেন আমি এতো পরে তার কাছে গিয়েছি। নিজেই আমার প্রেশার মাপলেন তিনবার। আমার এমনিতেই হাসপাতাল ফোবিয়া আছে। ভয় পাচ্ছিলাম । যাই হোক তিনি খুব যত্ন করে আমাকে দেখলেন , টেষ্ট করতে দিলেন অনেকগুলি । আমি যে টাকা নিয়ে গিয়েছিলাম তার থেকে বেশী টেষ্ট রিপোর্ট এর বিল আসলে তাকে জানালাম । তিনি নিজে ফোন করে ৫০ % লেস এর ব্যবস্থা করে দিলেন । অতি মানবিক ডাক্তার , তিনি আমাকে যে ওষূধধ গুলি দিয়েছিলেন তার প্রতিটিই ভালো কোম্পানীর। অতিরিক্ত কোন ঔষুধ দেন নাই, অতিরিক্ত কোনো টেষ্ট দেন নাই, আমার এটা মনে হয়েছে তিনি কোনো প্রতিষ্ঠান বা ব্যাক্তির থেকে কমিশন নিয়ে তা রোগীর উপরে চাপিয়ে দেন না। তিনি অত্যন্ত ধার্মিক মানুষ, আল্লাহ তাকে হেদায়েতের পথে অটল রাখুন।
মন্তব্য করেছেন: Mahmud Reyadh