রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

পারসোনাল ওয়েট ম্যাশিন বা ওজন মাপার যন্ত্র

২৬-০৭-২০২০

পারসোনাল ওয়েট ম্যাশিন বা ওজন মাপার যন্ত্র

সুন্দর জীবনের জন্য সুস্থ্য থাকা জরুরী। আর সুস্থ্য থাকতে হলে প্রয়োজন শরীরের সঠিক ওজন। শরীরের উচ্চতার সাথে সঠিক ওজনের সমন্বয় না থাকলে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আর তাই শরীরের যত্নে বাসায় থাকা প্রয়োজন একটি পারসোনাল ওয়েট ম্যাশিন বা ওজন মাপার যন্ত্র।

শরীরের ওজন বেশি হওয়া যেমন মন্দ তেমনি কমে গেলেও বিপদ। তাই সর্বাবস্থায় সঠিক ওজন নিয়ন্ত্রনে রাখা প্রয়োজন।

একটা সময় দাড়িপাল্লায় ওজন মাপা হলেও বর্তমানে ওজন মাপতে হরেক পদের মেশিন রয়েছে। যা আকারে ছোট অথচ ব্যবহারে সহজ।

ব্যক্তিগত ওজন মাপার যন্ত্র এনালগ এবং ডিজিটাল দুই ধরনেরই হয়ে থাকে। দাম এবং ব্র্যান্ড ভেদে বিভিন্ন বৈশিষ্ট্যেরও হয়ে থাকে।

ব্যক্তিগত ওজন মাপা মেশিনগুলো সাধারনত ৬০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের হয়ে থাকে।

এই পাতাটি ১৬৩২বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626