14th June বিশ্ব রক্তদাতা দিবস
বিশ্ব রক্তদাতা দিবস প্রতি বছর ১৪ জুন পালিত হয়, যার মূল উদ্দেশ্য স্বেচ্ছায় ও নিরাপদ রক্তদানের গুরুত্ব প্রচার এবং রক্তদাতাদের প্রতি সম্মান জানানো। এই দিনটি কার্ল ল্যান্ডস্টেইনার-এর জন্মদিনে পালন করা হয়, যিনি রক্তের গ্রুপ আবিষ্কার করে আধুনিক রক্তসঞ্চালন ব্যবস্থার ভিত্তি তৈরি করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির মতো সংগঠনগুলো ২০০৪ সাল থেকে এই দিবসটি আয়োজন করে আসছে। প্রতিবছর একটি বিশেষ থিম নির্ধারণ করা হয়, যেমন ২০২৩ সালে থিম ছিল "রক্ত দিন, প্লাজমা দিন, জীবন বাঁচান, নিয়মিত শেয়ার করুন"। রক্তদান জীবনরক্ষাকারী চিকিৎসা, থ্যালাসেমিয়া, ক্যান্সার, দুর্ঘটনায় আক্রান্ত রোগী ও প্রসূতি মায়েদের জন্য অপরিহার্য। তবে বিশ্বজুড়ে রক্তের ঘাটতি রয়েছে, তাই নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা প্রয়োজন। এই দিবসে রক্তদাতাদের তালিকা তৈরি, ক্যাম্পেইন, সেমিনার ও পুরস্কারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হয়। একটি রক্তদান তিনটি জীবন বাঁচাতে পারে—এ সত্য সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই দিনের লক্ষ্য। সকল সুস্থ ব্যক্তিকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই মহৎ উদ্দেশ্যে।