রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

যৌন সমস্যা কী ও সমাধান কোথায়? ডাঃ এম এম রানা মনোরোগ বিশেষজ্ঞ  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী (পর্ব -১)

২৮-১০-২০২৩

যৌন সমস্যা কী ও সমাধান কোথায়? ডাঃ এম এম রানা মনোরোগ বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী (পর্ব -১)

"স্যার, আমার সমস্যা হলো প্রিম্যাচিউর ইজাকুলেশন। পর্নোগ্রাফি, মাস্টারবেশনের সমস্যা ও আছে" কথা গুলো বললেন ২৬ বছর বয়সী মাহমুদ।

জিজ্ঞাসা করা হল আপনি কি বিবাহিত না অবিবাহিত?
-অবিবাহিত
তাহলে কিভাবে বুঝলেন যে আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশন?
-মাস্টারবেশন এরসময় দ্রুত বীর্য বের হয়ে যায়
আপনার কখনো কি রিয়েল সেক্সের অভিজ্ঞতা হয়েছে?
-কিছুটা হয়েছিল।কিন্তু আগেই বীর্য বেরহয়ে গিয়েছিল।
কার সাথে হয়েছিল? উনি কি আপনার বান্ধবী? নাকি অন্য কেউ?
-অনেকটা বান্ধবী রমত.
কতবার হয়েছে?
-দুই তিন বার
প্রত্যেক বারই কি একই ঘটনা ঘটেছে?
-হ্যাঁ..

এই কেস নিয়ে কিছু কথা। কোনটাকে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলবো?
"ডিএসএম-৫" অনুযায়ী পুরুষাঙ্গ যোনিতে প্রবেশের ১ মিনিটের আগেই যদি বীর্য পাত হয়েযায় সেটাকে প্রিম্যাচ্যুউর ইজাকুলেশন বা অকালবীর্যপাত বলা হচ্ছে।

কি কি কারণে প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়:

১। এংজাইটি ডিজঅর্ডার বা উদবিগ্নতা জনিত মানসিক সমস্যা বিশেষ করে সোশ্যাল এংজাইটি
২। শারীরিক কিছু রোগ যেমন থাইরয়েড হরমোন জনিত রোগ, প্রস্টেট গ্রন্থির রোগ ইত্যাদি
৩। কিছু কিছু ওষুধের পার্শ প্রতিক্রিয়া জনিত কারণ
৪। মাদকাসক্ত জনিত কারন

এছাড়াও সেক্স সম্পর্কে ভূল ধারণা জনিত কারনেও এটা হতে পারে।

আমাদের আলোচ্য কেস মাহমুদের ক্ষেত্রে কোন কারণটা কাজ করেছে? মাহমুদ যখন মেয়েটির সাথে সেক্স করার জন্য যায় তখন তার মধ্যে প্রচন্ড একটা টেনশন, ভয়, অপরাধ বোধ কাজ করছিল। জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি মেয়েটিকে সত্যিকারই ভালোবাসেন এবং বিয়ে করতে চান? তার উত্তর ছিল - না।
পরিবার মাহবুবকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুজছে। কিন্তু তিনি তার যৌন সক্ষমতা নিয়ে ভয়ে আছেন।

চিকিৎসা কি এবং কোথায়?
এরকম ক্ষেত্রে প্রায়ই দেখা যায় কিছু হার্বাল কোম্পানি প্যাকেজ বা প্যাক সিস্টেমে চিকিৎসার অফার করে থাকে। সেখানে ২৪ ঘন্টায় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি থাকে এবং বিফলে মূল্য ফেরতেরও ওয়াদা দেওয়া হয়। কিন্তু চিন্তা করার বিষয় হলো সমস্যাটার সমাধান শুধু কিছু স্বাস্থ্য বটিকা সেবন করলেই হবে ? সেটা আসলেই স্বাস্থ্য সম্মত কিনা? সর্বোপরি সেটা উপযুক্ত চিকিৎসা কি না?

মাহমুদকে তার বন্ধু বান্ধব বা আশেপাশের লোকজন পরামর্শ দিতে পারেন একজন "চর্ম -যৌন" ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এখানে সকলের প্রতি সম্মান রেখে কয়েকটি বিষয় বলা যায়। প্রথম প্রশ্ন হলো" চর্ম-যৌন ডাক্তার "বা" চর্ম-যৌন বিশেষজ্ঞ" কথাটা সঠিক কিনা? মেডিকেল সাইন্সে" Department of Dermatology & Venereal Disease "এর বাংলা অনুবাদ করা হয়েছে" চর্ম ও যৌন রোগ বিভাগ"। আমরা একটু খেয়াল করি এখানে কিন্তু বলা হয়েছে" যৌনরোগ"

যৌনরোগ বলতে আমরা কি বুঝি? মেডিকেল সাইন্স অনুযায়ী যেসমস্ত রোগ যৌন মিলনের দ্বারা সংক্রমিত হয় বা পরিবাহিত হয় সেগুলো হলো যৌন রোগ। যেমন গনোরিয়া, সিফিলিস, এইডস, যেনিটালওয়ার্টস ইত্যাদি।সুতরাং "যৌনবিভাগ" কথাটা যেমন ভূলতে মনি" যৌন ডাক্তার" বলা ও ভূল।

আমাদের কেস মাহমুদের সমস্যা টা কি "যৌনরোগ"? নাকি" যৌন সমস্যা"?
এবং সেটার চিকিৎসা কিভাবে এবং কোথায়...???

পর্ব ২ এ বিস্তারিত আসছে

এই পাতাটি ৪৪৪বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626