বেলভিও ডায়াগনষ্টিক সেন্টার রাজশাহীর মধ্যে অন্যতম একটি ডায়াগনষ্টিক সেন্টার। এটি একটি আধুনিক ডায়াগনষ্টিক সেন্টার । তাদের সকল পরীক্ষা নিরিক্ষা আধুনিক সব যন্ত্রপাতী ব্যবহার করে করা হয়।উন্নত চিকিত্সা সেবা প্রদান করার জন্য তারা রোগীদের কাছে সুপরিচিত একটি নাম। শুধু রাজশাহী নয় রাজশাহী ব্যতীত অন্যান্য জেলা থেকেও অনেক রোগী এখানে এসে থাকে চিকিত্সা করানোর জন্য। তাদের বেশীর ভাগ রোগীই কুষ্টিয়া অঞ্চল থেকে এসে থাকে।
তাদের সেবা গুলোর মধ্যে অন্যতম হলঃডিজিটাল এক্সরে, সিটিস্ক্যান, এমআরআই, 4D আলট্রাসনোগ্রাম ,ইজিসি, ইকো-কার্ডিওগ্রাম, কালার ডপলার ,ইটিজি, ইপিজি ,ভিডিও এন্ডোসকপি, ভিডিও কলোনসকপি, ভিডিও ব্রনকসকপি, ভিডিও Laryngoscopy, Pap’s Smear, সকল প্রকার হরমোন টেস্ট ,Torch প্যানেল, হিস্টো ও সাইটোপ্যাথলজি, বায়োক্যামিষ্ট্রি, ইমিউনোলজি ,সেরোলজি, হেমাটোলজি ইত্যাদি। এসমস্ত সকল টেস্ট করানোর জন্য তাদের রয়েছে আধুনিক ও সুসজ্জিত ল্যাব। তাদের রয়েছে দক্ষ ও ল্যাব টেকনেশিয়ান ও প্যাথলজিষ্ট যারা সর্বক্ষন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। একটি আধুনিক মান সম্মত ডায়াগনষ্টিক সেন্টারে যেসকল সুযোগ সুবিধা থাকা দরকার সকল কিছুই এখানে আছে। রোগীরাও তাদের সেবা গ্রহন করে সন্তুষ্ট।