রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহীতে চলছে মাঝারি তাপপ্রবাহ, থাকতে পারে কয়েক দিন

০২-০৪-২০২৪

রাজশাহীতে চলছে মাঝারি তাপপ্রবাহ, থাকতে পারে কয়েক দিন

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮.০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি চলতি বছর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা।

সোমবার (১ এপ্রিল) দুপুর তিনটার পর রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, রাজশাহীর ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরো কয়েকদিন এরকম তাপমাত্রা বিরাজ করবে। তবে দুই-তিন দিনের মধ্যে বৃষ্টি হবার সম্ভবনা খুবই কম।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.০ ডিগ্রী সেলসিয়াস যা মাঝারি তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.২ ডিগ্রী সেলসিয়াস। এদিন দুপুর তিনটায় বাতাসের আদ্রতা ছিল ২২ শতাংশ। রবিবার (৩১ মার্চ) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকড় করা হয় ৩৭.২ ডিগ্রী সেলসিয়াস
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমও অনুভূত হবে বেশি।এদিকে, চট্রগ্রাম, সিলেট ও ময়মনসিংহে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও দমকা হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, যেকোনো সময় কালবৈশাখী ঝড় হতে পারে।
শীতকালটা এবার একটু দীর্ঘায়িত হওয়ায় ফাগুন হাওয়া বিরাজ করেছে চৈত্রের দুটি সপ্তাহ। চৈত্রের দ্বিতীয়ার্ধে এসে বসন্ত বাতাস হয়ে উঠছে গরম।

এই পাতাটি ৪৩বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626