আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ব ফিজিওথেরাপি দিবস। প্রতিবছর বিশ্বের ১২১টি দেশে এই দিনে দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘অস্টিওআর্থাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি’।১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) ২০০৭ সাল থেকে প্রতি বছর এ দিবসটি পালন করে আসছে।
এই উপলক্ষে সারা দেশের মত রাজশাহীতেও বর্ণাঢ্য রেলির আয়োজন করে রাজশাহী আইএইচটি । রেলিটি শহরের বিভিন্ন শহর পদক্ষীন করে আইএইচটি ক্যাম্পাসে শেষ হয়। এছাড়াও রেলি শেষে বিশেষ আলোচণা সভা অনুষ্ঠিত হয়। আলোচণায় প্রধান অতিথি ছিলেন ডাঃ ফারহানা হক ,অধ্যাক্ষ,আইএইচটি,রাজশাহী।
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)