রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

বিশেষজ্ঞ ডাক্তারগনের সমন্বয়ে কনসালটেন্সী সেন্টার হল দি পালস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার

৩০-০৮-২০২২

বিশেষজ্ঞ ডাক্তারগনের সমন্বয়ে কনসালটেন্সী সেন্টার হল দি পালস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার

বিভাগীয় শহর হওয়ায় আশেপাশের জেলা থেকে প্রতিনিয়ত রোগীরা রাজশাহীতে আসতেছে উন্নত চিকিত্সার জন্য। যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে রাজশাহীর ডায়াগনষ্টিক সেন্টার গুলোও তাদের সেবার মান বাড়িয়ে দিয়েছে । উন্নত এবং আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে পরিক্ষা নিরিক্ষা করানো হয় এবং চিকিত্সা সেবা প্রদান করা হয়। রাজশাহীতে বর্তমানে অনেক আধুনিক ডায়াগনষ্টিক সেন্টার গড়ে উঠেছে। তাদের মধ্যে দি পালস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
অন্যতম । তাদের প্রতিষ্ঠার সময় বেশি দিন হয় নি তবুও তারা তাদের সেবা দিয়ে সবার কাছে পরিচিতি লাভ করেছে। পরিষ্কার পরিচ্ছন্ন ও মনো মুগ্ধ কর পরিবেশ তাদের । সার্বক্ষনিক সময় বিশেষজ্ঞ ডাক্তারগনের পরামর্শ প্রদান।অত্যাধনিক মেশিনারিজ সমৃদ্ধ প্যাথলজিক্যাল ল্যাবরেটরি। অভিজ্ঞ ল্যাব টেকনোলজিস্ট দ্বারা ল্যাব পরিচালিত ,অভিজ্ঞ কার্ডিওলজিস্ট দ্বারা ইকো পরীক্ষা,4D কালার ডপলার আলট্রাসনোগ্রাফি, অত্যাধনিক ইসিজি,ডিজিটাল এক্সরে,সার্বক্ষনিক নিজস্ব জেনারেটর,রোগীদের যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হয় । পাশাপাশি সকল প্রকার টেস্ট করানো হয়।

রাজশাহীর অনেক বিশেষজ্ঞ চিকিত্সক গন প্রতিনিয়ত তাদের ডায়াগনষ্টিক সেন্টারে চেম্বার করছেন। সম্প্রতি তাদের ওখানে নতুন করে কিছু বিশেষজ্ঞ চিকিত্সক চেম্বার করছেন। তাদের মধ্যে হল শিশু বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞ । উনারা প্রতিনিয়ত দি পালস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
রোগী দেখছেন। তাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ গ্রেটার রোড, হোল্ডিং নং-৫১(জিপিও এর বিপরীতে) লক্ষীপুর, রাজশাহী।
যোগাযোগঃ০১৯৭৮-০৭০১৪৩, ০১৮৮৮-০০৮১৩২ । সকল প্রকার তথ্য দিয়ে সহায়তায় নাসরিন (কালেকশন)

এই পাতাটি ২৭৬বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626