রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

করোনায় হাসপাতালে ভর্তি এড়াতে ফাইজারের পিল ব্যবহারের সুপারিশ

২৪-০৪-২০২২

করোনায় হাসপাতালে ভর্তি এড়াতে ফাইজারের পিল ব্যবহারের সুপারিশ

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা শুক্রবার হাসপাতালে ভর্তির সর্বোচ্চ ঝুঁকিতে থাকা মৃদু ও মাঝারি কোভিড রোগীদের জন্য প্যাক্সলোভিড নামে বিক্রি হওয়া পিল নির্মাট্রেলভির ও রিটোনাভির ব্যবহারের ‘জোর সুপারিশ’ করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ফাইজার মুখে খাওয়া অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধটি তৈরি করেছে এবং ‘এটি এখন পর্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য সেরা থেরাপিউটিক হিসেবে চয়নযোগ্য।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ সুপারিশ করেছে তিন হাজারের বেশি রোগীকে নিয়ে পরীক্ষার নতুন উপাত্তের ভিত্তিতে এবং এতে পাওয়া যায় এটি হাসপাতালে ভর্তির ঝুঁকি ৮৫ শতাংশ হ্রাস করে। তবে ডাব্লুএইচও বলছে, প্রাপ্যতা, দ্বিপক্ষীয় চুক্তিতে দাম নিয়ে স্বচ্ছতার অভাব, ওষুধ দেয়ার আগে তাৎক্ষণিক ও সঠিক পরীক্ষার প্রয়োজনীয়তা জীবন রক্ষাকারী এই ওষুধকে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত করছে।
ফাইজারের মূল্য নির্ধারণ ও লেনদেন আরো স্বচ্ছ করারও জোর সুপারিশ করেছে জাতিসংঘের এই সংস্থাটি।
সূত্র : ইউএনবি

এই পাতাটি ১৩৫বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626