রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখার নির্দেশ

১৪-০৩-২০২২

নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখার নির্দেশ

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তুতকৃত নাপা সিরাপের #ব্যাচ_নম্বর-৩২১১৩১২১ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।নোটিশ জারির মাধ্যমে ঔষধ প্রশাসন অধিদপ্তর শনিবার জানায়, উল্লিখিত ব্যাচের ওষুধ কারো কাছে থাকলে দ্রুত নিকটস্থ কেমিস্ট অফিসকে অবহিত করতে হেবে। পাশাপাশি ওষুধটি বিক্রি থেকে বিরত থাকতে হবে। ঔষধ অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (চলতি দায়িত্ব) মো. আইয়ুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত নোটিশে পাইকারি ও খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে ওষুধটি দ্রুত ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠাতে বলা হয়েছে। গত ১০ মার্চ রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়। নাপা সিরাপ খাওয়ার পর দুই সন্তানের মৃত্যু হয় বলে দাবি করেছেন তাদের মা লিমা বেগম। যার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

এই পাতাটি ১৯৪বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626