রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহী বিভাগে প্রতিদিনই করোনা শনাক্তের হার সর্বোচ্চ

০২-০২-২০২২

রাজশাহী বিভাগে প্রতিদিনই করোনা শনাক্তের হার সর্বোচ্চ

রাজশাহী বিভাগে গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৪৪ দশমিক ৫৭। বিভাগের বগুড়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন, যা চলতি বছরে সর্বাধিক।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭২ দশমিক ২৯। মহামারি শুরুর পর জেলায় এটি এক দিনে সর্বোচ্চ শনাক্তের হার

চাঁপাইনবাবগঞ্জে ১৫৮ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে, সংক্রমণের হার ৩৭। নাটোরে ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে, সংক্রমণের হার ৪৬। নওগাঁয় ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের এবং পাবনায় ৪৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া সিরাজগঞ্জে সংক্রমণের হার ৪৯ দশমিক ৪৪। জেলায় ২৭১ জনের নমুনা পরীক্ষায় ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়ায় ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের এবং জয়পুরহাটে ২৪৬ জনের নমুনায় পরীক্ষা করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ১২ এপ্রিল। বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ১১ হাজার ১৬ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৯৫৯ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৮৩৭ জন।এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জের বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ১০৪ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৬৩ জন। এর মধ্যে রাজশাহী জেলারই রয়েছেন ৩৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, রাজশাহী বিভাগের সব জেলাতে উদ্বেগজনক হারে করোনার সংক্রমণ বাড়ছে। রাজশাহী জেলায় সংক্রমণের রেকর্ড সর্বোচ্চ। সিরাজগঞ্জেও প্রায় ৫০ শতাংশ রোগী শনাক্ত হয়েছে। তবে স্বাস্থ্যবিধি সে অর্থে মানছেন না কেউ–ই। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন।

এই পাতাটি ১৩৭বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626