রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

ডাঃ দেবি শেঠীর  তথ্য কেন্দ্র এখন রাজশাহীতে

১৭-১১-২০২১

ডাঃ দেবি শেঠীর তথ্য কেন্দ্র এখন রাজশাহীতে

প্রতিবছর বাংলাদেশ থেকে প্রচ্চুর মানুষ চিকিত্সার জন্য ভারতে যায়। তারমধ্যে কোলকাতা, চেন্নাই , বেঙ্গালুরু ইত্যাদি শহরে বাংলাদেশের মানুষ বেশি গিয়ে থাকে । এসবের শহরের মধ্যে বেঙ্গালুরু দক্ষিন এশিয়ার জনপ্রিয় হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবি শেঠীর হাসপাতাল নারায়ণা হেলথ এ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেই অনেক মানুষ যায়। নারায়ণা হেলথ (পূর্বে নারায়ণা হৃদয়ালয়া নামে পরিচিত ছিল) হল একটি প্রাথমিক কেয়ার ফ্যাসিলিটিস সুবিধা সম্পন্ন বহু-বিশেষায়িত চেইন হাসপাতাল ও হার্ট সেন্টার। এর সদর দপ্তর ভারতের বেঙ্গালুরু শহরে অবস্থিত। এটি ২০০০ সালে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবি শেঠি প্রতিষ্ঠা করেন।

নারায়ণা হেল্থ বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি, গুরুগাও, আহমেদাবাদ, জয়পুর, মুম্বাই, মাইশোর সহ সকল বড় শহরে তাদের শাখা স্থাপন করেছে। ভারত ছাড়াও কেইম্যান দ্বীপপুঞ্জে এর একটি সহযোগী আন্তর্জাতিক শাখা রয়েছে। নারায়ণা ইন্সটিটিউট অব কার্ডিয়াক সাইন্স, বেঙ্গালুরু এবং কেইম্যান দ্বীপপুঞ্জের গ্রান্ড কেইম্যান দ্বীপের হেল্থ সিটি কেইম্যান আইসল্যান্ড জেসিআই অনুমোদিত ৩০টি স্বাস্থ্য বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করে।নারায়ণ স্বাস্থ্য ভারতে একটি প্রিমিয়াম বহুমুখী তাত্ত্বিক পরিচর্যা হাসপাতাল ।নারায়ণ মাল্টিস্পেশালিটি হাসপাতাল হ'ল নারায়ণ হেলথ গ্রুপের ন্যাবএইচ স্বীকৃত ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা কেন্দ্র।

নারায়ণ মাল্টিসপন্সিটি হাসপাতাল সর্বাধিক উন্নত জরুরী ইউনিটটি সজ্জিত করে যা রোগীদের প্রতি অবিলম্বে সতর্কতা প্রদান করে থাকে যাদের গুরুতর যত্ন দরকার। তার শক্তিশালী মেডিক্যাল পরিকাঠামো উচ্চ ঝুঁকির গর্ভধারণ এবং অকালিক শিশুর যত্ন নেয়। এটিতে ৬টি নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট আছে।এছাড়াও অল্প খরচে উন্নত চিকিত্সার অনেক বাংলাদেশি ওখানে যায় ।কিন্তু গত বছর মার্চ থেকে করোনা মহামারীর জন্য দুই দেশের সিমান্ত বন্ধ হয়ে যায় এবং দুই দেশে লকডাউন চলার কারনে অনেক রোগী চিকিত্সার জন্য ভারতে যেতে পারে নি ।

আবার এমন অনেকে রোগী আছে যারা আগে কোন অপারেশন করিয়েছেন নারায়ণা হেলথ থেকে কিন্তু রেগুলার চেকআপের জন্য তারাও যেতে পারে নি । এইসব রোগীদের নারায়ণা হেলথ এর বিভিন্ন রকম তথ্য এবং টেলিমেডিসিন সেবা প্রদানের লক্ষেই রাজশাহীতে নারায়ণা হেলথ তথ্য কেন্দ্র চালু করা হয়। যা আমরা অনেকেই জানি না ।এখন থেকে রাজশাহী থেকেই নারায়ণা হেলথ এর চিকিত্সা সেবা নেয়া যাবে। নারায়ণা হেলথ আরো যেসব সেবা দিয়ে থাকে তাহলঃ
• কার্ডওলজি অর্থোপেডিকস, নিউরোলজি, নেফ্রোলজি ,ইউরোলজি,গাইনি,গ্যাসটোএন্ট্রোলজি,লিভার, ক্যান্সার ,থাইরয়েড ,মেডিসিন, হার্ট টান্সপ্লাটেশন,কিডনি টান্সপ্লাটেশন, লিভার টান্সপ্লাটেশন, ইএনটি সহ আরো সকল রোগের সঠিক চিকিত্সার যাবতীয় পরামর্শ।
• সকল বিষয়ে ভারতের স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়াল গ্রহনের ব্যবস্থাসহ চিকিত্সার যাবতীয় ব্যয় সম্পর্কে অবগতকরন।
• ভিসা ইনভাইটেশন লেটার এর ব্যবস্থাসহ মেডিকেল ভিসার যাবতীয় তথ্য প্রদান ।
• রোগীর ভারতে চিকিত্সা সংক্রান্ত ভ্রমনের যাবতীয় তথ্যাবলি প্রদানও ব্যবস্থাকরন।
• ভিডিও কনফারেন্সীংয়ের মাধ্যমে চিকিত্সা সেবা প্রদান।
রাজশাহী নারায়ণা হেলথ তথ্য কেন্দ্রের যোগাযোগের ঠিকানাঃ ২২, কলাবাগান,জিপিও-৬০০০,রাজশাহী।মোবাঃ ০১৭৭৩৮৪২৯৩৭। ইমেইলঃnh.rajshahibd@gmail.com
এছাড়াও তাদের আরো দুটি শাখা আছে। একটি সিলেট আর একটি খুলনায়।দুটি শাখারই যোগাযোগের ঠিকানা নিচে দিয়ে দেয়া হল।

সিলেট নারায়ণা হেলথ তথ্য কেন্দ্রের যোগাযোগের ঠিকানাঃ খান মঞ্জিল,বাসা নং-৮, ব্লক-সি মেইন রোড,শাহজালাল উপশহর,সিলেট-৩১০০।মোবাঃ০১৯২৪২৬৯৯৪৪,০১৯৩৬৪২৬৮৮১।ইমেইলঃhealthpluskhulna@gmail.com

খুলনা নারায়ণা হেলথ তথ্য কেন্দ্রের যোগাযোগের ঠিকানাঃ ৩৭,শামসুর রহমান রোড খুলনা-৯১০০(টপ চয়েজ ডায়াগনস্টিক সেন্টারের এর ২য় তলা)। মোবাঃ০১৯৭২০৬১১০০,০১৯৭২০৬২২০০। ইমেইলঃhealthpluskhulna@gmail.com

এই পাতাটি ৫৩১বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626