রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

অবশেষে রামেকে চালু হল আউটডোর প্যাথলজী

১৯-১০-২০২১

অবশেষে রামেকে চালু হল আউটডোর প্যাথলজী

রাজশাহী একটি বিভাগীয় শহর হওয়ার জন্য আশেপাশের আর সব জেলার থেকে রোগীরা চিকিত্সা সেবা নেওয়ার জন্য এসে থাকেন ।রাজশাহী সরকারী মেডিকেলে চিকিত্সার খরচ তুলনা মূলক কম হওয়ার কারনে রোগীরা আউটডোরেই বেশি দেখিয়ে থাকেন । কিন্তু কিছু সময় জরুরী কোন পরীক্ষা করার জন্য বাইরের বিভিন্ন প্যাথলজী বা ডায়াগনষ্টিক সেন্টার থেকে করতে হয় ।

এতে করে রোগীদের টেস্ট করাতে খরচ একটু বেড়ে যায়।এর মধ্যে আবার দালালদের দৈরাত্ব রয়েছে ।বিভিন্ন সময় রোগীরা দালালদের পাল্লায় পড়ে সব কিছু হারান। এমন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় রোগীদের । আবার বাইরের ডায়াগনষ্টিক সেন্টারে টেস্ট করালে রির্পোট পেতে দেরি হয়। রোগীদের এসব দীর্ঘদিনের ভোগান্তীর কথা মাথায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষ আউটডোর প্যাথলজী উদ্বোধন করেন । এখন থেকে মেডিকেল আসা রোগীদের বাইরে টেস্ট করতে যাওয়া লাগবে না ।অধিকাংশ টেস্টই হাসপাতালের ভিতরেই হবে । এতে রোগীদের কষ্ট দুর্ভোগ দুইটায় কমবে।

এই পাতাটি ১৩৩বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626