রাজশাহী বিভাগে ৬ দিন পর গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। নতুন মারা যাওয়া ব্যক্তির বাড়ি রাজশাহীতে। এ নিয়ে করোনায় বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৬৬৭ জন।
বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫৩৮টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২ দশমিক ৭৯। আজ রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে ।গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ১৫ জনের মধ্যে রাজশাহী, জয়পুরহাট ও বগুড়ায় চারজন করে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া পাবনায় দুজন ও নাটোরে একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে
বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭৪৭।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৬৭৬ জন। বিভাগের হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে ভর্তি হয়েছেন ৩৭ জন।
রামেক হাসপাতালে উপসর্গে দুজনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। উপসর্গে মারা যাওয়া দুজনের বাড়ি নওগাঁয়।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, আজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ১৯২ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৮০ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ জন।
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)