রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

নগরীতে মোট এক লাখ ৮০ হাজার মাস্ক বিতরণ করেছে জামিল ব্রিগেড

০৮-০৯-২০২১

নগরীতে মোট এক লাখ ৮০ হাজার মাস্ক বিতরণ করেছে জামিল ব্রিগেড

রাজশাহীতে করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে উন্নতমানের মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবী সংগঠন শহিদ জামিল ব্রিগেড। এ পর্যন্ত রাজশাহীর ৩০টি ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে প্রায় ১ লক্ষ ৮০ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জামিল ব্রিগেডের সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবু।

গত সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত তিন মাসে শহিদ জামিল ব্রিগেডের উদ্যোগে প্রায় ১ লক্ষ ৮০ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়েছে। মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে বলে মাস্ককে অবহেলা করা যাবে না। রাজশাহীতে যতদিন করোনা সংকট থাকবে আমাদের সকল সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।’

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- শহীদ জামিল ব্রিগেডের মনিটরিং সেলের সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, বোয়ালিয়া থানার সমন্বয়কারী ওহিদুর রহমান, স্থানীয় ওয়ার্ডের সমন্বয়কারী মামুন হাসান, বোয়ালিয়া থানার সদস্য বিজয় সরকার, ব্রিগেডের সম্মুখযোদ্ধা নাজমুল হক, অমিত সরকার, নাহিদ হাসান, ইফতিক হাসান, ছাত্রনেতা সোহান প্রমুখ।

উল্লেখ, শুধু রাজশাহী শহরে করোনা মোকাবিলায় গত ৫ জুন ৫০ জন তরুণ-যুবকের সমন্বয়ে শহীদ জামিল ব্রিগেড গঠন করা হয়। প্রায় তিন মাস ধরে মহানগর এলাকায় শুধু একটি ফোনকলে মানুষের বাড়িতে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পৌঁছে দিয়ে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন সদস্যরা। ৮ আগস্ট তাদের সেবায় যুক্ত হয়েছেন চারজন চিকিৎসক। তারা বিনামূল্যে রোগীদের সেবা ও পরামর্শ দিচ্ছেন

এই পাতাটি ১৯৫বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626