রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহীতে করোনা জরুরি সেবা নিয়ে মানবিক ফাউন্ডেশন

৩০-০৬-২০২১

রাজশাহীতে করোনা জরুরি সেবা নিয়ে মানবিক ফাউন্ডেশন

রাজশাহীতে করোনা আক্রান্তের হার দিন দিন বেড়ে যাচ্ছে । প্রতিদিনই এ সংখ্যা দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে । শান্তির শহর এখন আতঙ্কের শহরে পরিনত হয়েছে । দুইদফা লকডাউন দিয়েও আক্রান্তের হার কমানো যাচ্ছে না। রাজশাহী মেডিকেলে প্রতিদিনই অনেক রোগী ভর্তি হচ্ছে। রাজশাহী মেডিকেল কর্তৃপক্ষের এ বিশাল পরিমান রোগীর চাপ সামলাতে হিমসিম খেতে হচ্ছে তার পাশাপাশি আবার অক্সিজেন সংকট দেখা দিয়েছে।

রাজশাহী জেলার বিভিন্ন মানবিক প্রতিষ্ঠান গুলো এই জরুরি সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যে যার জাইগা থেকে মানুষের সেবা প্রদান করে যাচ্ছে । এমনই একটি প্রতিষ্ঠান হল রাজশাহী মানবিক ফাউন্ডেশন। তারা এ মহামারিতে করোনা আক্রান্ত রোগীদের জরুরি সেবা দিয়ে যাচ্ছে । জরুরি অক্সিজেন সরবরাহ , অক্সি-মিটার দিয়ে অক্সিজেনের লেবেল পরিমাপ, যানবাহনে যাতায়াত সেবা প্রদান ,রক্তদান সেবা ছাড়াও প্রশিক্ষিত নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা সেবা ইত্যাদি নানাবিধ সেবা প্রদান করে যাচ্ছে। তাদের সাথে যোগাযোগের নাম্বার: ০১৯৭৫৯৬৬৮৫২, ০১৯৭৫৪৭০০১২

এই পাতাটি ৫০২বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626