বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র বুধবার টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অত্যাধুনিক উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন। রাষ্ট্রদূতকে স্বাগত জানান ট্রান্সকম লিমিটেডের গ্রুপ সিইও এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সিমিন রহমান।
কারখানার ফারাজ আইয়াজ হোসেন ভবনে বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। এ সময় তাঁকে সেখানে ব্যবহৃত বিশ্বমানের প্রযুক্তি এবং উৎপাদনব্যবস্থার কার্যক্রম সম্পর্কে জানানো হয়।
পরিদর্শনের সময় ব্রাজিলের রাষ্ট্রদূত উন্নত বিশ্বের দেশগুলোর সমমানের প্ল্যান্ট এ কারখানায় দেখে খুশি হন। তিনি বলেন, ‘অত্যাধুনিক উৎপাদন কারখানা এবং এর নিবেদিত কর্মীরা বাংলাদেশে এসকেএফকে একটি বিশ্বমানের কোম্পানিতে পরিণত করেছেন। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলোর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় একটি খাত হলো ওষুধশিল্প এবং ব্রাজিল ও বিশ্বের অন্যান্য দেশে জেনেরিক ওষুধপণ্য রপ্তানিতে এসকেএফের সব ধরনের সম্ভাবনা আছে।’ কোভিড ব্যবস্থাপনায় এসকেএফের নেওয়া সব পদক্ষেপ ও দূরদর্শী লক্ষ্য, বিশেষ করে রেমডেসিভির উৎপাদনের বিষয়টির ব্যাপক প্রশংসা করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। প্রথমআলো।
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)