রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহীতে করোনা উপসর্গে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

২৭-০৬-২০২০

রাজশাহীতে করোনা উপসর্গে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম আবদুর রাজ্জাক (৬৯)। তিনি নগরীর ফুদকিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত আবু বকর সিদ্দিক।

শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবদুর রাজ্জাক জনতা ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনার উপসর্গ নিয়ে রাজ্জাক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শ্বাসকষ্ট থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা যান। এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করে। এর আগে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে।
-বাংলাদেশ প্রতিদিন

এই পাতাটি ৩৯৬বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626