রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ২ হাজার ছাড়ালো

১২-০৬-২০২০

রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ২ হাজার ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৬। অন্যদিকে একই সময়ে আরও ১০৮ জনের নমুনায় করোনার উপস্থিতি মিলেছে। এনিয়ে বিভাগে শুক্রবার সকাল পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৯ জনে। শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪৬৪ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৭১ জন। গত ২৪ ঘণ্টায়য় বগুড়ায় ৭৬, রাজশাহীতে ১২ ও পাবনায় ১৬ জন নতুন শনাক্ত হয়েছেন।

বিভাগের ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে রাজশাহীতে দুটি, বগুড়ায় দুটি ও সিরাজগঞ্জে একটি। পাবনার আরেকটি ল্যাব চালুর অপেক্ষায়। বিভাগের বগুড়ায় ১১০৯ জন, জয়পুরহাটে ২১৪, পাবনায় ১৭৭, রাজশাহীতে ১১৬, চাঁপাইনবাবগঞ্জে ৭৯, নাটোরে ৭৮, সিরাজগঞ্জে ১৬৩ ও নওগাঁয় ১৬৩ জন করোনা শনাক্ত হয়েছে।

এই পাতাটি ৩০২বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626