অ্যালার্জিক রাইনাইটিস এর কারন ও প্রতিকার ডাঃ শেখ মো: আফজাল উদ্দীন মেডিসিন বিশেষজ্ঞ (ইন্টারনাল মেডিসিন)
অ্যালার্জিক রাইনাইটিস কি কি কারনে হয়ে থাকে?
এটা এমন একটা সমস্যা যা হলে রুগী বার বার হাচি দিতে থাকে। একটানা ৮ থেকে ১০ বার এমন হাচি হয়ে থাকে এবং নাক দিয়ে পানি ঝরতে থাকে। কখনো কখনো নাক বন্ধ হয়ে যায়। এ ক্ষেত্রে মাঝে মাঝে শ্বাস কস্ট দেখা দিতে পারে।
এই অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জি জনিত কোন খাবার খেলে, ধুলাবালি ময়লা বা ফুলের রেনু নাকে প্রবেশ করলে এমনটা হয়ে থাকে। সে ক্ষেত্রে রুগিকে এন্টি অ্যালার্জিক ঔষধ দিলে রুগী ভালো থাকে। তবে নাকে পুনরায় ধুলা বালি প্রবেশ করলে আবার এই উপসর্গ দেখা দেয়।
অ্যালার্জিক রাইনাইটিস এর প্রতিকারঃ
যেসব খাবারে অ্যালার্জি হয় সেসব খাবার পরিহার করতে হবে। ধুলাবালি, ধোয়া, ফুলের রেনু থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি ফেইস মাস্ক ব্যবহার করলে এই সমস্যা এড়ানো যায়।
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)