শীতকালীন রোগ ও সতর্কতা - ডাঃ শেখ মো: আফজাল উদ্দীন (মেডিসিন বিশেষজ্ঞ)
এবারের শীত বেশ আগে থেকেই শুরু হয়েছে। অক্টোবর থেকেই অল্প অল্প করে শুরু হয়ে নতুন বছর ২০২৩ এ বেশ জাঁকিয়ে বসেছে। শীতে বেশ কিছু রোগের প্রাদূর্ভাব দেখা যায়, যেমন-
- ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পা
- এ্যাজমা, হাপানি বৃদ্ধি পায়
- জয়েন্ট বা গিটের ব্যাথা বৃদ্ধি পায়
- ব্লাড প্রেশার বৃদ্ধি পায়
প্রতিকার বা করনীয়
- বাসি পচা ও বাইরের খাবার ভাজা পোড়া পরিহার করতে হবে।
- ধুলাবালি ও ধোঁয়া থেকে দূরে থাকতে হবে।
- বেশি পরিশ্রমের কাজ পরিহার করতে হবে।
- গরম কাপড় পরতে হবে।
- ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে।
- ভারি ওজন না তোলা।
- ব্যাথার যায়গায় গরম সেঁক দেওয়া।
- গরম পানিতে গোছল করা।
- নিয়মিত চেকআপ করতে হবে।
- তেল, চর্বি, মাখন, সিগারেট পরিহার করতে হবে।
- সমস্যা মনে হলে ডাক্তারের পরামর্শ গ্রহন করতে হবে।
লেখক ডাঃ শেখ মো: আফজাল উদ্দীন
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য), এমডি(ইন্টারনাল মেডিসিন)
মেডিসিন বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক(মেডিসিন)
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী।
সিরিয়াল দিতে লিংকে ক্লিক করুনhttps://www.rajdoc.com/doctor/127/
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)