রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

সহজেই দূর করুন গর্ভকালীন পেটের ফাটা দাগ

০৩-০৫-২০২০

সহজেই দূর করুন গর্ভকালীন পেটের ফাটা দাগ

সন্তান জন্মের সময় প্রায় সব মায়ের এই সমস্যা হয়ে থাকে। অনেক মায়ের এই দাগ এমনি চলে যায়, অনেকের সহজে যায় না। একটু সচেতন হলে খুব সহজে এই দাগ দূর করা যায়।

রিলাক্সিন, ইস্ট্রোজেন ও করটিসল হরমোন বেড়ে গিয়ে মিউকোপলিসেকারাইড জমা করে। এটি যোজক কলা থেকে পানি শোষণ করে নেয়। এর ফলে যখনই পেটে টান পড়ে, তখনই ওই স্থানে দাগের সৃষ্টি হয়। কম বয়সী মেয়েদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।

সমাধান : ফাটা দাগের জন্য সব থেকে ভালো কাজ করে অলিভ অয়েল। গর্ভকালীন অবস্থায় দুবেলা ভালোভাবে অলিভওয়েল লাগাতে হবে। এলোভেরা জেল ও বেশ ভালো কাজ করে। এছাড়াও ট্রেটনইন ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন। ক্যাস্টর অয়েলও ভালো কাজ করে

এই পাতাটি ৩০০বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ




যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626
phone: +8801311336757