রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডায়াগনিষ্ট/হাসপাতালের জন্য কিছু সংখ্যক ডাক্তার প্রয়োজন।

হাতের বাড়তি মেদ দূর করতে ৫টি কার্যকরী ব্যায়াম!
Share on

০৮-০৯-২০২০

হাতের বাড়তি মেদ দূর করতে ৫টি কার্যকরী ব্যায়াম!

এক জোড়া সুন্দর বাহু যেমন আপনার সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে বহু গুণে, তেমনি হাতের মেদ সমস্যা হয়ত আপনার সুন্দর থাকার সব প্রচেষ্টাই ব্যর্থ করে দিতে পারে। কারো কারো শরীরের সব জায়গার ফিটনেস ঠিক থাকলেও শুধু হাত অস্বাভাবিক মোটা হতে দেখা যায়। সেক্ষেত্রে নির্ধারিত কিছু এক্সারসাইজের মাধ্যমে হাতের মেদ সমস্যা নিয়ন্ত্রণে আনা যায় সহজেই। আসুন জেনে নেই হাতের বাড়তি মেদ কমাতে কোন ধরণের ব্যায়াম আপনার করতে হবে।

১. বাইসেপ কার্লস
আর্ম ফ্যাট বা হাতের বাড়তি মেদ কমাতে এটি সবচেয়ে সহজ ও পরীক্ষিত উপায়। এটি হাতের মেদ কমিয়ে হাতের আকার ও গঠন পাতলা ও সুগঠিত করে। এজন্য একটি ডাম্বেল বা ভারী ওজনের কোন বস্তুকে দুই হাত দিয়ে উপরে উঠানোর চেষ্টা করুন। ডাম্বেলটি আপনার মুখের নিচ পর্যন্ত উঠাতে পারেন। মনে রাখবেন এক বারেই দুই হাত দিয়ে তুলুন, প্রতিবার ৫-১০ বার করুন।

২. পুশ আপ
হাতের বাড়তি মেদ কমানোর জন্য পুশ আপ হচ্ছে সবচেয়ে পরিচিত একটি অনুশীলন। এটি সবচেয়ে ভালো এবং সবচেয়ে সহজ একটি উপায়, কেননা যে কোন জায়গাতেই এটি অভ্যাস করা যায়। একটি সমতল জায়গায় দুই হাতে ভর দিয়ে উপুড় হয়ে শুয়ে পড়ুন। তারপর হাতের উপর সমস্ত শরীরের ভর রেখে উঠার চেষ্টা করুন। পুনরায় করুন। এভাবে ১৫-২০ বার করতে থাকুন।

৩. ট্রাইসেপস কার্লস
1599540431_triceps-curls.jpg
হাতের মেদ কমাতে এই আসনটির-ও জুড়ি নেই। এ জন্য একটি টেবিল বা চেয়ারের সাহায্যের প্রয়োজন। হাত দুটিকে পেছনের দিকে নিয়ে যান, টেবিল /চেয়ারটি যেন সেদিকে থাকে যেদিকে হাত থাকবে। এবার টেবিল/চেয়ারটিতে হাতের ভর দিয়ে শরীরের বাকি অংশ সামনের দিকে টান টান করে দিন। এভাবে কয়েক বার করুন।

৪. রিভার্স কার্লস
যাদের সম্পূর্ন হাতের তুলনায় আর্ম বেশি মোটা তাদের জন্য এই আসনটি উপযোগী। এক্ষেত্রে দুটি ডাম্বেল প্রয়োজন। দুই হাতে দুটি ডাম্বেল বা পূর্বের মত ভারী কোন জিনিস (পানিভর্তি বোতলও হতে পারে) উঠানোর চেষ্টা করুন। যত উপরে পারেন উঠান ,আবার নিচে নামান। এভাবে প্রতি হাতে ১০-১৫ বার করে করুন।

৫. ওয়েট লিফটিং
এটি একটি সাধারণ অনুশীলন। কম বেশি সবাই এর ব্যাপারে জানে। বেশ ভারী কোন বস্তুকে দুই হাত দিয়ে উঠিয়ে মাথার উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা টিভিতে অ্যাথলেট দের যেমন করতে দেখি তেমন। ছবির মত করে করতে চেষ্টা করুন। তবে শুরুতেই খুব বেশি ভারী বস্তু উঠাতে যাবেন না, এতে আহত হওয়ার আশংকা থাকে।

অনুশীলন গুলো নিয়মিত চর্চা করে যান, আশা করি কাঙ্খিত ফল পাবেন অচিরেই।

এই পাতাটি ৪৩৮বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ


14th June
বিশ্ব রক্তদাতা দিবস

বিশ্ব রক্তদাতা দিবস প্রতি বছর ১৪ জুন পালিত হয়, যার মূল উদ্দেশ্য স্বেচ্ছায় ও নিরাপদ রক্তদানের গুরুত্ব প্রচার এবং রক্তদাতাদের প্রতি সম্মান জানানো। এই দিনটি কার্ল ল্যান্ডস্টেইনার-এর জন্মদিনে পালন করা হয়, যিনি রক্তের গ্রুপ আবিষ্কার করে আধুনিক রক্তসঞ্চালন ব্যবস্থার ভিত্তি তৈরি করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির মতো সংগঠনগুলো ২০০৪ সাল থেকে এই দিবসটি আয়োজন করে আসছে। প্রতিবছর একটি বিশেষ থিম নির্ধারণ করা হয়, যেমন ২০২৩ সালে থিম ছিল "রক্ত দিন, প্লাজমা দিন, জীবন বাঁচান, নিয়মিত শেয়ার করুন"। রক্তদান জীবনরক্ষাকারী চিকিৎসা, থ্যালাসেমিয়া, ক্যান্সার, দুর্ঘটনায় আক্রান্ত রোগী ও প্রসূতি মায়েদের জন্য অপরিহার্য। তবে বিশ্বজুড়ে রক্তের ঘাটতি রয়েছে, তাই নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা প্রয়োজন। এই দিবসে রক্তদাতাদের তালিকা তৈরি, ক্যাম্পেইন, সেমিনার ও পুরস্কারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হয়। একটি রক্তদান তিনটি জীবন বাঁচাতে পারে—এ সত্য সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই দিনের লক্ষ্য। সকল সুস্থ ব্যক্তিকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই মহৎ উদ্দেশ্যে।




যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub