রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

মাইক্রোবায়োলজিস্ট কারা? কাজ কি? কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

৩১-০১-২০২৪

মাইক্রোবায়োলজিস্ট কারা? কাজ কি? কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

একজন মাইক্রোবায়োলজিস্ট ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল, ছত্রাকসহ বিভিন্ন অণুজীব নিয়ে গবেষণা করে থাকেন। ঔষধ তৈরির কারখানা থেকে শুরু করে হাসতাপাতালের ল্যাবরেটরিতে এ পেশাজীবীরা কাজ করেন।

একজন মাইক্রোবায়োলজিস্ট কোথায় কাজ করেন?
• হাসপাতাল ল্যাবরেটরি
• কেমিক্যাল কারখানা
• টেক্সটাইল কারখানা
• খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান
• ফার্মাসিউটিক্যালস কোম্পানি
• সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান

একজন মাইক্রোবায়োলজিস্টের কাজ কী?
• নতুন নমুনা সংগ্রহ করা
• বিভিন্ন নমুনা পরীক্ষা করা
• অণুজীবের উৎপাদন পর্যবেক্ষণ করা
• নতুন টিকা ও ফার্মাসিটিক্যাল পণ্য উৎপাদনের জন্য গবেষণা করা
• বিদ্যমান টিকা ও ফার্মাসিটিক্যাল পণ্যের মান পরীক্ষা করা
• গবেষণাপত্র লেখা ও প্রতিবেদন তৈরি করা
• যাবতীয় গবেষণার রেকর্ড রাখা
• ল্যাবরেটরির ব্যবস্থাপনা নিশ্চিত করা

একজন মাইক্রোবায়োলজিস্টের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?
মাইক্রোবায়োলজিস্ট হিসাবে কাজ করতে হলে মাইক্রোবায়োলজি/বায়োকেমিস্ট্রিতে এমএসসি/বিএসসি ডিগ্রি থাকা প্রয়োজন। এছাড়া কেমিস্ট্রি বা ফুড টেকনোলজিতে বিএসসি/ডিপ্লোমা ডিগ্রি থাকলেও কাজের সুযোগ পাবেন।

একজন মাইক্রোবায়োলজিস্টের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
ইন্ডাস্ট্রির ভিত্তিতে টেকনিক্যাল জ্ঞানের দরকার হয়। যেমনঃ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে আপনাকে রোগতত্ত্ব নিয়ে ভালো জানতে হবে।
এছাড়া আপনার যেসব দক্ষতা প্রয়োজন, সেগুলো হলোঃ
• গবেষণার বিভিন্ন পদ্ধতি নিয়ে জানা ও নতুন পদ্ধতির পরিকল্পনা করতে পারা
• গবেষণার কাজে ব্যবহৃত সফটওয়্যার চালানোর দক্ষতা
• ল্যাবরেটরির যন্ত্রপাতি ঠিকভাবে ব্যবহার করতে পারা
• দলের সাথে কাজ করার মানসিকতা
• সমস্যা সমাধান করতে পারা
• যোগাযোগের দক্ষতা

তথ্যসূত্র: কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড

এই পাতাটি ১০৬বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626