রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহীতে প্যাথলজি বিশেষজ্ঞ যে চিকিৎসকেরা রয়েছেন

১৫-০১-২০২৪

রাজশাহীতে প্যাথলজি বিশেষজ্ঞ যে চিকিৎসকেরা রয়েছেন

প্যাথলজি বিভাগের ব্যাপারে আমরা যারা বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে গিয়েছি তারা কম-বেশি অনেকেই শুনেছি। এই বিভাগে কর্মরত যারা আছেন তারাও বিভিন্ন প্যাথলজিকাল বিষয়ে একেকজন ডাক্তার। তাদের ভূমিকা ছাড়া বিভিন্ন পরীক্ষানিরীক্ষার ফলাফল ও কারণ জানা সম্ভব হবে না। এই কারণে প্যাথলজি বিশেষজ্ঞদের দক্ষতা ও অভিজ্ঞতার বিশেষ প্রয়োজন। আমরা অনেকেই নানারকম পরীক্ষানিরীক্ষা করানোর জন্য প্যাথলজি বিশেষজ্ঞদের মুখোমুখি হয়ে থাকি। একারণে প্যাথলজিস্ট ডাক্তারদের তথ্য জানার প্রয়োজন বোধ করে থাকি অনেকেই।

ইন্টারনেটের সহজ তথ্য প্রাপ্তি সুবিধা আমাদের এই কাজ অনেক সহজ করে দিয়েছে। ভালো, দক্ষ ও অভিজ্ঞ প্যাথলজিস্টদের তথ্য প্রতিনিয়তই ইন্টারনেটে সার্চ করা হয়ে থাকে। এরুপ বিভিন্ন দক্ষ ও অভিজ্ঞ প্যাথলজিস্টদের নাম সামনে আসে এইসকল সার্চ থেকে। রাজশাহীতে কোথায় এরূপ ভালো, দক্ষ ও অভিজ্ঞ প্যাথলজিস্ট আছেন, এরূপ প্রশ্নও প্রচুর পাওয়া যায়।

আমাদের ডেটাবেজ তথ্য অনুসারে রাজশাহীতে যে প্যাথলজি বিশেষজ্ঞ ডাক্তারগণ রয়েছেন, তাদের নাম আমরা তুলে ধরব। যদি এই তালিকায় কোনো ভুল থাকে, তবে যারা সঠিক তথ্য জানেন তাদের সহযোগিতা কামনা করছি।

রাজশাহীতে প্যাথলজি বিশেষজ্ঞ যে চিকিৎসকেরা রয়েছেন:
১) ডা: রেবেকা সুলতানা
এমবিবিএস, এমডি(প্যাথলজী), সিসিডি(বারডেম), পিজিটি(রাজশাহী শিশু হাসপাতাল)
২) ডা: অনিন্দিতা সরকার
এমবিবিএস, এমডি(প্যাথলজী)
৩) ডা: সরদার মো: আবু হুরায়রা
এমবিবিএস, এমসিপিএস(ক্লিনিক্যাল প্যাথলজী), এমডি(প্যাথলজী)
৪) ডা: রোমেনা আলম
এমবিবিএস, এফসিপিএস(হেমাটলজী), এমফিল(ইমিউনোলজি)
৫) ডা: আব্দুল মজিদ সরদার
এমবিবিএস, এমসিপিএস, এমডি(প্যাথলজী)
৬) ডা: সামিয়া নাজ
এমবিবিএস, এমডি(প্যাথলজী)
৭) ডা: রুকসানা খাতুন
এমবিবিএস, ডিসিপি
৮) ডা: জান্নাতুল মাওয়া
এমবিবিএস, ডিসিপি(বিএসএমএমইউ)
৯) ডা: শাহ মো: বদরুদ্দোজা
এমবিবিএস, এফসিপিএস
১০) ডা: মো: আব্দুল্লাহ সিদ্দিক
এমবিবিএস, এমফিল, পিএইচডি
১১) ডা: মীরা আক্তার
এমবিবিএস, ডিসিপি(বিএসএমএমইউ)
১২) ডাঃ তানজিলা সাবরিনা রহমান
এমবিবিএস,(ডিএমসি),বিসিএস(স্বাস্থ্য),এমডি(প্যাথলজি)
১৩) ডা: দ্বীপক কুমার মহান্ত
এমবিবিএস, ডিসিপি, এমসিপিএস
১৪) ডা: সুলতানা আক্তার
এমবিবিএস, এমফিল(মাইক্রোবায়োলজী)
১৫) ডাঃ নিরঞ্জন
এমবিবিএস, ডিসিপি, এমডি (প্যাথলজী)
১৬) প্রফেসর ডাঃ এম এম আসাফদ্দৌলা
এমবিবিএস,এমডি (প্যাথলজী)

আমরা আবারও বলতে চাই, এই তালিকাটি আমাদের নিকট উপস্থিত তথ্যের উপর তৈরি করা হয়েছে। আপনাদের জানা মতে, আরও কোনো ডাক্তার যদি এই তালিকায় আসবে বলে আপনাদের মনে হয়, আমাদের জানাতে পারেন। একই সাথে ডাক্তারগণদের বলবো, আপনারা চাইলে নিজেদের তথ্য আমাদের সাথে শেয়ার করতে পারেন। বর্তমান সময়ের পরিচিতির প্রতিযোগিতায় সহযোগিতার জন্য রাজডক আছে আপনাদের সাথে।

এতক্ষণ সময় নিয়ে আমাদের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পাতাটি ১২০বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626