রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

জনসাধারণের সার্চে রাজশাহীর শীর্ষ ১০ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার

১৫-০১-২০২৪

জনসাধারণের সার্চে রাজশাহীর শীর্ষ ১০ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার

চোখ আমাদের খুবই সেনসিটিভ বা সংবেদনশীল একটি অঙ্গ। এই চোখের যত্ন নেওয়া এবং চোখের সমস্যায় সাবধানতা অবলম্বন করা খুবই জরুরী। কেননা আমাদের চোখের কোনো রকম ক্ষতি হয়ে গেলে আমরা আমাদের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলতে পারি। এই জন্য চোখের যত্নের বিষয়ে আমাদের খুবই সতর্ক হওয়া প্রয়োজন। আমাদের চোখের নানারকম সমস্যার ক্ষেত্রে আমারা যেই ডাক্তারের স্বরণাপন্ন হয়ে থাকি তারা হলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার। চোখে সানি পরা, ঝাপসা দেখা, কাছে বা দূরে দেখার অসুবিধা, চোখ থেকে পানি পরা ইত্যাদি সমস্যার চিকিৎসা আমরা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের থেকে পেয়ে থাকি।

যেহেতু চোখের চিকিৎসার ব্যাপারটি খুবই সেনসিটিভ একটি বিষয়, এর জন্য বিশেষজ্ঞ ডাক্তার ব্যাতিত চিকিৎসা করা উচিৎ নয়। এর জন্য সাধারণ মানুষেরা নিজেদের প্রয়োজনেই চোখের ডাক্তারের সন্ধান করেন। ইন্টারনেটের মুক্ত তথ্য ব্যবস্থায় সাধারণ মানুষ সহজেই চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের তথ্য সন্ধান করতে পারছেন। প্রতিনিয়তই মানুষের ইন্টারনেট সার্চে কোথায় ভালো চক্ষু চিকিৎসক আছেন, কার চিকিৎসা উন্নত, কোন চিকিৎসকের সাথে সাক্ষাতের জন্য কোথায় যেতে হবে প্রভৃতি জিজ্ঞাসা থাকছেই। এই সকল সার্চের ফলাফলে বিভিন্ন ভালো ও অভিজ্ঞ চিকিৎসকের নাম পাওয়া যায়। রাজশাহীতে ভালো চক্ষু চিকিৎসক কোথায় আছেন, কার চিকিৎসা উন্নত বা কোন ডাক্তারের সাথে সাক্ষাতে কোথায় যাওয়া প্রয়োজন এরূপ ইন্টারনেট সার্চও প্রচুর পাওয়া যায়। রাজশাহীতে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে সর্বোচ্চ অনুসন্ধান করা হয় এমন শীর্ষ ১০ জন ডাক্তারের নাম আমরা তুলে ধরবো।

জনসাধারণের সার্চে রাজশাহীর শীর্ষ ১০ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার¬:
১)ডা: মো: নাইমুল হক
এমবিবিএস, এফসিপিএস(চক্ষু), ফেলো বিট্রিও রেটিনা
২) ডাঃ মোঃ নূরুল ইসলাম
এমবিবিএস, এমডি
৩) ডা: তানজিলা আলম
এমবিবিএস, ডিও (ঢাকা), এফআরএসএইচ (লন্ডন), ক্লিনিকাল ট্রেনিং ইন অফথালমোলজী (সিংগাপুর)
৪) ডাঃ এস.আর. তরফদার
এমবিবিএস, ডিও(চক্ষু)
৫) ডা: সুজিত কুমার সরকার
এমবিবিএস, এমএস(চক্ষু)
৬) ডা: মো: তবিবুর রহমান শেখ
এমবিবিএস, ডিও
৭) প্রফেসর ডাঃ মোহাঃ আনোয়ারুল কাদের
এম বি বি এস, ডি.ও (ডি.ইউ), পিএইচ.ডি, এফ ডব্লিউ এউচ.ও (ইন্ডিয়া) এম এ এম এস (অষ্ট্রিয়া)
৮) ডা: সুলতানুল হক আফতাবী
এমবিবিএস, ডিও, এমসিপিএস(চক্ষু)
৯) ডাঃ এ এস এম সাখাওয়াত হোসেন
এমবিবিএস (রাজশাহী মেডিকেল কলেজ) ডিও, (জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ), পিএইচডি, ফেলো (চক্ষু)
১০) ডা: জিয়াউল আহসান মুক্তা
এমবিবিএস, ডিও, এমএস(চক্ষু), ফেলো রেটিনা সার্জারী


আমাদের ডেটাবেজের তথ্যের পরিসংখ্যান মতে এই তলিকাটি প্রদর্শন করা হচ্ছে। আপনাদের ব্যাক্তিগত মতামত ও অভিজ্ঞতা আপনারা নিজেদের সুবিধার্থে ব্যবহার করার অধিকার রাখেন। এই তথ্যের ভিত্তিতেই নিজেদের প্রয়োজনে ডাক্তার দেখাবেন কি না এটা একান্তই রোগী পক্ষের উপর নির্ভশীল।

ধৈর্য্য সহকারে আমাদের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পাতাটি ২০৫বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626