রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

জনসাধারণের সার্চে রাজশাহীর শীর্ষ ১০ জন ডেন্টাল ডাক্তার

১৫-০১-২০২৪

জনসাধারণের সার্চে রাজশাহীর শীর্ষ ১০ জন ডেন্টাল ডাক্তার

সুন্দর দাঁত আমাদের মুখের সৌন্দর্য বর্ধন করে। আমাদের দাঁতের যত্ন না করলে আমরা অনেক ক্ষেত্রে নানারকম দাঁতের সাথে সম্পর্কিত সমস্যায় ভুগে থাকি। আমাদের দাঁতের যত্নের অভাবে বা অন্য কোনো কারণে যদি দাঁতের কোন সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা যে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে থাকি, তারা হলেন দন্ত বিশেষজ্ঞ ডাক্তার। দাঁতের ক্ষয় হওয়া, ব্লিডিং হওয়া, বাঁকা দাঁত, ভাঙ্গা দাঁত, কৃত্তিম দাঁত বসানো, প্রভৃতি প্রয়োজনে আমরা দন্ত বিশেষজ্ঞ বা ডেন্টাল ডাক্তারের স্বরণাপন্ন হয়ে থাকি। তাদের চিকিৎসায় আমরা দাঁতের সৌন্দর্য বজায় রাখতে পারি।

কারো দাঁত সম্পর্কিত সমস্যার জন্য পরামর্শের প্রয়োজন হলে, তারা ডেন্টাল বা দন্ত বিশেষজ্ঞ ডাক্তারের অনুসন্ধান করে থাকে। ইন্টারনেটের মুক্ত তথ্য সুবিধায় আমরা অনেকেই সার্চ করে থাকি যে কোথায় ভাল দাঁতের ডাক্তার আছেন। কার চিকিৎসা উন্নত, কার কাছে যাওয়ার জন্য কোথায় যেতে হবে। এরূপ বিভিন্ন সার্চের পরিসংখ্যান করলে অনেকে ভাল ও অভিজ্ঞ চিকিৎসকের নাম সামনে আসে। রাজশাহীতে কোন ডাক্তারের চিকিৎসা ভাল বা কোথায় কোন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন, এরূপ ইন্টারনেট সার্চও প্রচুর পাওয়া যায়। রাজশাহীতে দন্ত বিশেষজ্ঞ বা ডেন্টাল ডাক্তারদের মধ্যে সর্বোচ্চ অনুসন্ধান করা হয় এমন শীর্ষ ১০ জন ডাক্তারের নাম আমরা তুলে ধরবো।

জনসাধারণের সার্চে রাজশাহীর শীর্ষ ১০ জন ডেন্টাল ডাক্তার:
১) ডাঃ মোঃ আবদুল্লাহ্-আল-কায়সার
বিডিএস (রা.মে.ক), বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (ওরাল এন্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারি)
২) ডা: মোঃ সুজন মন্ডল
বিডিএস (রাজশাহী মেডিকেল কলেজ), এমফিল (ফেলো), ট্রেইন্ড ইন অর্থোডন্টিক্স
৩) ডাঃ শাহীন আহমেদ
বিডিএস, ডিডিএস, এফসিপিএস (ওএমএস), এফআইসিডি (ইউএসএ), এফএএওএমএস (কোরিয়া)
৪) ডাঃ কামরুন নেসা
বি.ডি.এস (আর.ইউ) পি.জি.টি (রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল)
৫) ডাঃ মোঃ মোমিনুল হক
বিডিএস (আর.ইউ) পিজিটি (ওরাল এন্ড মেক্সিলো ফেসিয়াল সার্জারি)
৬) ডাঃ মোঃ সোহেল রানা
বি.ডি.এস, (রাজশাহী মেডিকেল কলেজ) পি.জি.টি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিকস)
৭) ডা: নাজনীন সুলতানা মুন্নী
বিডিএস, এফসিপিএস (অর্থোডেন্টিকস এন্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিকস)
৮) ডা. মোঃ সুমন রেজা
এমএস (অর্থোডন্টিক্স), এফআরএসপিএইচ (লন্ডন), বিডিএস (ডিডিসি), বিসিএস, এমসিপিএস (ডে. সার্জারি)
৯) ডাঃ মোঃ সাদাত আনাম আজাদ
বি.ডি.এস, বি.সি.এস (স্বাস্থ্য) এম.পি.এইচ (আর.ইউ) পি.জি.টি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি)
১০) ডা: এ এস এম জাকী আযম
বিডিএস, এমএস, এফআইসিডি (ইউএসএ)


আমাদের ডেটাবেজের তথ্যের পরিসংখ্যান মতে এই তলিকাটি প্রদর্শন করা হচ্ছে। আপনাদের ব্যাক্তিগত মতামত ও অভিজ্ঞতা আপনারা নিজেদের সুবিধার্থে ব্যবহার করার অধিকার রাখেন। এই তথ্যের ভিত্তিতেই নিজেদের প্রয়োজনে ডাক্তার দেখাবেন কি না এটা একান্তই রোগী পক্ষের উপর নির্ভশীল।

ধৈর্য্য সহকারে আমাদের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পাতাটি ১৫১বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626