রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন হৃদরোগ বিশেষজ্ঞ

০৮-০১-২০২৪

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন হৃদরোগ বিশেষজ্ঞ

হৃদরোগ, উচ্চরক্তচাপ(হাইপারটেনশন), বাতজ্বর, হার্ট ভাল্ব ইত্যাদি জনিত সমস্যার জন্য যে চিকিৎসকের সেবা নেওয়ার প্রয়োজন হয়, তারা হলেন হৃদরোগ বিশেষজ্ঞ। মানুষের হৃদযন্ত্রটি খুবই সংবেদনশীল একটি অংশ। এটি আমাদের শরীরের রক্ত চলাচল সচল রাখে। কোনো কারণে এটি যদি রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হয়, তাহলে আমরা অসুস্থ হয়ে পরি, হার্ট অ্যাটাকের মতো সমস্যা হয়। এই চিকিৎসার জন্য বিশেষায়ীত ডাক্তারের প্রয়োজন হয়, যা কি না সকল ডাক্তারের পারদর্শিতা থেকে ভিন্ন। তারা বিশেষ ভাবে মানুষের হৃদযন্ত্রের চিকিৎসায় অভিজ্ঞ।
মানুষ তাদের প্রয়োজনে এইসকল হৃদরোগ বিশেষজ্ঞ/কার্ডিওলজিস্ট/হার্ট স্পেশালিস্ট ডাক্তারের সন্ধানের জন্য খোজ প্রায়ই করেন, হয়তো নিজের প্রয়োজনে, নয়তো প্রিয়জনের প্রয়োজনে। একারণে সঠিক তথ্যের সীমাবদ্ধতা তাদের জন্য শত্রুর ন্যায়। আর প্রশ্ন তো থেকেই যায়, কোন চিকিৎসক ভালো, কোন চিকিৎসকের নিকট সাক্ষাতের জন্য কোথায় যেতে হবে… একারনে প্রতিনিয়তই সাধারণ মানুষেরা অনুসন্ধান করছে ও সেই থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

বর্তমান আধুনিক প্রযুক্তি ও তথ্য ব্যবস্থার জন্য এই তথ্য সন্ধান অনেকটাই সহজ হয়ছে। ইন্টারনেটে প্রতিনিয়তই সার্চ করছে মানুষেরা সঠিক তথ্যের জন্য বা নির্দিষ্ট চিকিৎসকের জন্য। এরূপ সার্চ এর ফলাফলের উপর ভিত্তি করে আমরা রাজশাহীর ভেতরে শীর্ষ ১০ জন ডাক্তারের নাম তুলে ধরব।

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন হৃদরোগ বিশেষজ্ঞ:
১) ডা: মো: রইস উদ্দীন
এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন), এমডি(কার্ডিওলজী)
২) ডা: মো: আইয়ুব আলী
এমবিবিএস, এমসিপিএস(মেডিসিন), এমডি(হৃদরোগ)
?৩) ডা: নিশিত কুমার মজুমদার
এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন), এমডি(কার্ডিওলজি)
৪)ডা: মো: রকিবুল হাসান রাশেদ
এমবিবিএস, বিসিএস, এমডি (কার্ডিওলজী, বিএসএমএমইউ), এমএসিপি (আমেরিকা)
৫) ডা: এস.এম সানজিদুল ইসলাম সিদ্দিকী (সবুজ)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),এমসিপিএস (মেডিসিন),এফসিপিএস(মেডিসিন),ডি-কার্ড(বিএসএমএমইউ)
৬) ডাঃ এ.এস.এম. সায়েম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডি-কার্ড (এনআইসিভিডি), এমএসিপি (আমেরিকা)। ক্লিনিক্যাল এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট।
৭) ডা: এম এ খালেক
এমবিবিএস, এমসিপিএস(মেডিসিন), ডি-কার্ড(ডিইউ), এমডি(কার্ডিওলজী)
৮) ডা: মোল্লা মো: ইফতেখার হোসেন
এমবিবিএস, এমডি(হৃদরোগ)
৯) ডা: রাজেশ কুমার ঘোষ
এমবিবিএস, বিসিএস, এমডি(কার্ডিওলজি)
১০) ডা: মো: হাসনাতু রাব্বী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),ডি-কার্ড(কার্ডিওলজী)


আমাদের ডেটাবেজের তথ্যের পরিসংখ্যান মতে এই তলিকাটি প্রদর্শন করা হচ্ছে। আপনাদের ব্যাক্তিগত মতামত অভিজ্ঞতা আপনারা নিজেদের সুবিধার্থে ব্যবহার করার অধিকার রাখেন। এই তথ্যের ভিত্তিতেই নিজেদের প্রয়োজনে ডাক্তার দেখাবেন কি না এটা একান্তই রোগীপক্ষের উপর নির্ভশীল।

ধৈর্য্য সহকারে আমাদের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পাতাটি ১৩৩বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626