রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন শিশু বিশেষজ্ঞ

০৮-০১-২০২৪

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন শিশু বিশেষজ্ঞ

আমাদের ছোট বাচ্চাদের নানা সময় নানা রকম রোগ হয়েই থাকে। আর আমারা যারা বাবা-মা তারা বাচ্চার অসুস্থতায় সবসময়ই নানান দুশ্চিন্তা করি, এবং চিন্তিত হই। বাচ্চাদের জন্য ভিন্ন যোগ্যতা সম্পন্ন ডাক্তার রয়েছে, এই বিষয়টি সবাই এখনও অনেক স্থানেই ভালো মতো জানা নেই। যাদের কাছে বিষয়টি সম্পর্কে ধারনা আছে, তারা হয়তো নিজ এলাকায় বা পার্শ্ববর্তি এলাকায় কোথায় শিশু বিশেষজ্ঞ ডাক্তার বসেন এই বিষয়ে জানা থাকে না। এই কারণে শিশুদের চিকিৎসার জন্য অনেক ক্ষেত্রে সাধারণ বিশেষজ্ঞ ডাক্তারের স্বরণাপন্ন হওয়া হয়। এতে সবসময় আশা অনুযায়ী ফলাফল পাওয়া যায় না। এতে করে মানুষের মাঝেও ভুল চিকিৎসা বিষয়ে ক্ষিপ্ত হন। একারণে শিশু বিশেষজ্ঞদের বিষয়ে প্রায়ই অনুসন্ধান করা হচ্ছে।

বর্তমানের আধুনিক প্রযুক্তি ও তথ্য ব্যবস্থার সুবাদে, অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে এই তথ্য পাওয়া এখন আরও সহজ হয়েছে। প্রতিনিয়তই হচ্ছে ইন্টারনেটে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের জন্য সার্চ করা। এরূপ রাজশাহীর ভেতরে জনসাধারণের সার্চে শীর্ষ ১০ জন ডাক্তারের নাম আমরা তুলে ধরব।

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন শিশু বিশেষজ্ঞ:
১) প্রফেসর ডা: মো: বেলাল উদ্দীন
এফসিপিএস (পেডিয়াট্রিক), এফআরসিপি (ইউকে), ডিসিএইচ (বিএসএমএমইউ), এমবিবিএস (ডিএমসি)
২) ডা: মো: এ.বি.সিদ্দিকী
এমবিবিএস, এমআরসিপি শিশু(ইউকে), এফআরসিপি(এডিন, গাসগো), এফএএপি(আমেরিকা),এমএসি, ডিসএইচ ডিটিএমএইচ
৩) ডা: মো: বেলাল হোসেন
এমবিবিএস, এমডি(শিশু)
৪) ডা: তানিয়া আক্তার জাহান
এমবিবিএস, ডিসিএইচ(বিএসএমএমইউ), শিশু হৃদরোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত (NICVD)
৫) প্রফেসর ডা: মো: ইকবাল বারী
এমবিবিএস, এফসিপিএস(পেড), এফআরসিপি(এডেন, ইউকে), ডি.মেড.এড(গ্রেট বৃটেন), ফেলো ইন পেডিয়াট্রিকস(ডান্ডী, এডেনবার্গ, গ্লাসকো)
৬) অধ্যাপক ডা: মো: ছানাউল হক মিয়া
এমবিবিএস, এফসিপিএস(শিশু)
৭) ডা: চন্দন কুমার প্রামানিক
এমবিবিএস, এমডি(শিশু)
৮) ডা: আলম ইফতেখার বেলায়েত
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি ( শিশুরোগ) বিএসএমএমইউ ফেলো শিশু পুষ্টি (আমেরিকা)
৯) ডা: মো: মনিরুল হক তরফদার
এমবিবিএস, এমডি(শিশু)
১০) ডা: মো: আসগার হোসেন
এমবিবিএস, এফসিপিএস(পেড), ট্রেন্ড ইন পেড(ব্যাংকক), ন্যাশনাল মাষ্টার ট্রেনার(ইনফ্লুয়েন্জা), নবাব সিরাজ উদ্দৌলা (স্বর্নপদক)


আমাদের ডেটাবেজের তথ্যের পরিসংখ্যান মতে এই তলিকাটি প্রদর্শন করা হচ্ছে। আপনাদের ব্যাক্তিগত মতামত ও অভিজ্ঞতা আপনারা নিজেদের সুবিধার্থে ব্যবহার করার অধিকার রাখেন। এই তথ্যের ভিত্তিতেই নিজেদের প্রয়োজনে ডাক্তার দেখাবেন কি না এটা একান্তই রোগীপক্ষের উপর নির্ভশীল।

ধৈর্য্য সহকারে আমাদের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পাতাটি ৯৬বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626