রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ

০৪-০১-২০২৪

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ
অর্থোপেডিক বা হাড়-জোর বিশেষজ্ঞরা হাড়, জয়েন্ট, লিগামেন্ট, টেন্ডন এবং পেশীগুলির ব্যাধি প্রতিরোধ, নির্ণয় এবং চিকিৎসার জন্য নিবেদিত। কিছু অর্থোপেডিস্ট জেনারেলিস্ট, অন্যরা শরীরের নির্দিষ্ট কিছু অংশে বিশেষজ্ঞ, যেমন মাজা এবং হাঁটু। আমরা যারা এর সাথে জড়িত সমস্যার ভুক্তভোগী, তারা চিকিৎসার জন্য হাড়-জোর বা অর্থোপেডিক ডাক্তারের সন্ধ্যান করে থাকি। এছাড়া কোথায় চিকিৎসার জন্য যাওয়া উচিৎ, কে ভালো চিকিৎসা দেয় এরকম জিজ্ঞাসা তো থেকেই যায়।

আধুনিক প্রযুক্তি ও তথ্য ব্যবস্থার সহায়তায় এখন এই ধরনের তথ্য পাওয়া অনেকটাই সহজ হয়েছে। ইন্টারনেটে প্রতিনিয়তই অনুসন্ধান করে চেলেছে সাধারন মানুষ কোথায় অর্থোপেডিক বা হাড়-জোর বিশেষজ্ঞ ডাক্তার বসছেন, কার চিকিৎসা ভালো, কার কাছে চিকিৎসা গ্রহণে কোথায় যাওয়ার প্রয়োজন হবে।

সাধারণ মানুষের ইন্টারনেটে সার্চের ভিত্তিতে রাজশাহীতে এরূপ শীর্ষ ১০ জন অর্থোপেডিক বা হাড়-জোর বিশেষজ্ঞ ডাক্তারের নাম আমরা তুলে ধরবো।

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ:
১) অধ্যাপক ডা: বি .কে. দাম
এমবিবিএস, এমএস(অর্থোপেডিক সার্জারী), এফআইসিএস(আমেরিকা)
২) ডা: দেবাশীষ রায়
এমবিবিএস, ডি-অর্থ, এমএস-অর্থ
৩) ডাঃ মোঃ মুনজুর রহমান
এমবিবিএস, বিসিএস, এফসিপিএস (অর্থোপেডিক সার্জারী),এফ.এ.ও.এ. (সুইজ) এফ.এ.সি.এস (ট্রমা এন্ড অর্থোঃ) আমেরিকা
৪) ডা: মো: হাবিবুল হাসান
এমবিবিএস, বিসিএস, এমসিপিএস(সার্জারী), এফসিপিএস(অর্থো-সার্জারী), পিএইচডি (ফেলো)
৫) ডা: মো: সফিকুল ইসলাম
এমবিবিএস, বিসিএস, এমএস(অর্থোপেডিক সার্জারী)
৬) ডা: মো: আব্দুল আওয়াল
এমবিবিএস, বিসিএস, এম,এস-অর্থো সার্জারি (ডি.এম.সি) ফেলোশিপ ইন সার্জারি (কোরিয়া)
৭) ডা: মো: জুলফিকার আলী
এমবিবিএস, অর্থো(ডিইউ)
৮) ডা: সুব্রত কুমার প্রামানিক
এমবিবিএস, এমএস(অর্থো সার্জরী) বিএসএমএমইউ
৯) ডাঃ এম. শরিফ উদ্দীন লিটন
এম.বি.বি.এস,বি.সি.এস (স্বাস্থ্য), ডি-অর্থো(বি.এস.এম.এম.ইউ)
১০) ডাঃ মোঃ আব্দুর রশিদ
এমবিবিএস, ডি-অর্থো এম-ফিল (ফেলো)


আমাদের ডেটাবেজের তথ্যের পরিসংখ্যান মতে এই তলিকাটি প্রদর্শন করা হচ্ছে। আপনাদের ব্যাক্তিগত মতামত অভিজ্ঞতা আপনারা নিজেদের সুবিধার্থে ব্যবহার করার অধিকার রাখেন। এই তথ্যের ভিত্তিতেই নিজেদের প্রয়োজনে ডাক্তার দেখাবেন কি না এটা একান্তই রোগীপক্ষের উপর নির্ভশীল।

ধৈর্য্য সহকারে আমাদের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পাতাটি ১২০বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626