রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ

০৩-০১-২০২৪

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ

গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগের বিশেষজ্ঞ। গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট আপনার জিআই ট্র্যাক্ট (অন্ননালী, পাকস্থলী এবং অন্ত্র) এবং পিত্তথলির অঙ্গগুলি (আপনার যকৃত, পিত্ত নালী, অগ্ন্যাশয় এবং গলব্লাডার) সহ আপনার পাচনতন্ত্রের সমস্ত অঙ্গগুলির চিকিৎসা করেন।
আমাদের ভেতরে যারা এরূপ সমস্যাতে ভুগছি, অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের কোন ধরণের ডাক্তারের স্বরণাপন্ন হওয়া উচিৎ। অনেক সময় এর ফলে ভূল ডাক্তারের ভূল চিকিৎসায় অনেককে কষ্ট পেতে হয়। একারণে আমরা প্রায়ই খোজ করি লিভার ও পরিপাকতন্ত্র সম্বন্ধিত সমস্যার জন্য কোন ডাক্তারের নিকট যাবো বা যাওয়া উচিৎ এইরূপ তথ্য। বর্তমান সময়ের আধুনিক তথ্য সন্ধ্যান ব্যবস্থা তা আমাদের জন্য অনেকটাই সহজ করেছে।

প্রতিনিয়ত ইন্টারনেটে এরূপ জিজ্ঞাসা উঠে আসছে যে লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞদের স্বরণাপন্ন হওয়ার জন্য কোথায় বা কার কাছে যাওয়া উচিৎ। কোন ডাক্তারের চিকিৎসা উন্নত বা কোন ডাক্তার এই ধরণের চিকিৎসা ভালো দিতে পারেন। এরূপ অনুসন্ধ্যানের পরিসংখ্যান থেকে আমরা রাজশাহীর ভেতরে শীর্ষ ১০ জন ডাক্তারের নাম তুলে ধরবো।

জনসাধারণের অনুসন্ধান বা সার্চ এর প্রেক্ষিতে রাজশাহীর শীর্ষ ১০ লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ:
১) ডা: মো: খালেকুজ্জামান সরকার (কাজল)
এমবিবিএস(ঢা.মে.ক), এফসিপিএস, এমডি(গ্যাস্ট্রো.), বিএসএমএমইউ(ঢাকা), এমএসিপি(আমেরিকা), এমএসিজি(আমেরিকা),এফআরসিপি (গ্লাসগো), এমআরসিপি এসসিই (গ্যাস্ট্রো এন্ড হেপাটো) ইউকে, ইএসইজিএইচ, পিএইচডি(ফেলো)
২) ডা: মোহা: হারুন অর রশীদ
এমবিবিএস, এমসিপিএস(মেডিসিন), এমডি(হেপাটোলজি), এফএসিপি(আমেরিকা), পিএইচডি
৩) ডা: মো: আব্দুল আলীম
এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন), এমডি(গ্যাষ্ট্রো), এফএসিপি(আমেরিকা)
৪) ডা: মো: রফিকুল ইসলাম
এমবিবিএস, বিসিএস, এমডি (হেপাটোলজি), বিএসএমএমইউ
৫) ডা: মো: শফিকুল ইসলাম
এমবিবিএস, সিসিডি, এমডি(গ্যাস্ট্রোএন্টারোলজী)
৬) ডা: মো: মাহফুজুজ্জামান
এমবিবিএস, এমডি (গ্যাষ্ট্রোএন্টারলোজি)
৭) ডা: মো: আব্দুল মুমিত সরকার
এমবিবিএস, বিসিএস, এমডি(গ্যাষ্ট্রোএন্টারোলজী), সিসিডি(বারডেম), বিএসএমএমইউ
৮) ডাঃ মোঃ মামুন-উর রশিদ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমসিপিএস(মেডিসিন), এফসিপিএস (মেডিসিন),এমএসিপি(আমেরিকা),এমডি (গ্যাস্ট্রোএন্টারোলজি)
৯) ডা: গোলাম মাসুদ
এমবিবিএস, এমডি(হেপাটলজী)
১০) ডাঃ মনজুরুল ইসলাম
এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন),এমডি (গ্যাসট্রোএন্টারোলজী)

আমাদের ডেটাবেজের তথ্যের পরিসংখ্যান মতে এই তলিকাটি প্রদর্শন করা হচ্ছে। আপনাদের ব্যাক্তিগত মতামত অভিজ্ঞতা আপনারা নিজেদের সুবিধার্থে ব্যবহার করার অধিকার রাখেন। এই তথ্যের ভিত্তিতেই নিজেদের প্রয়োজনে ডাক্তার দেখাবেন কি না এটা একান্তই রোগীপক্ষের উপর নির্ভশীল।

ধৈর্য্য সহকারে আমাদের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পাতাটি ৯৫বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626