রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর সেরা ১০ জন মনোরোগ বিশেষজ্ঞ

০২-০১-২০২৪

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর সেরা ১০ জন মনোরোগ বিশেষজ্ঞ

মানুষের মন বোঝা যেমন একটি কঠিন কাজ, তেমনি মনের ভেতরে ঘর বাধা সমস্যা নির্ণয় করাও কঠিন। এই জন্য নানা রকম পারিপার্শ্বিক পরিক্ষার দ্বারা নিশ্চিত করার প্রয়োজন হয় মনের রোগ সম্পর্কে জানার জন্য ও বুঝার জন্য। এরূপ মনের সমস্যায় চিকিৎসা গ্রহণের জন্য মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের স্বরণাপণ্ণ হওয়ার প্রয়োজন হয়।
মনোরোগ ডাক্তারের স্বরণাপন্ন হওয়ার ক্ষেত্রে আমরা একটু সংকোচ বোধ করি স্বাভাবিকভাবেই এই ধারণা থেকে যে লোকে কি বলবে। আসলে, মনোরোগ বা মানসিক রোগ হয়ে থাকলে বা হওয়ার সম্ভাবনা বুঝতে পেরে চিকিৎসা নেওয়ায় লজ্জা পাওয়ার কিছু নেই। এটি যদি চিকিৎসা গ্রহণের দ্বারা জটিল হওয়ার আগেই পরিত্রাণ করা যায়, তবে সেটি তো ভালোর জন্যই।

এবার প্রশ্ন থেকে যায় অনেকের, যে বিভিন্ন সময়ে নিজেদের প্রয়োজনে মানুষ কোথায় তাদের বা মনোরোগ চিকিৎসকদের খোজ করবেন। কার চিকিৎসা উন্নত, কার কাছে চিকিৎসার জন্য কোথায় যাওয়া লাগবে, এধরনের তথ্যের খোজ করার জন্য মানুষের স্বরণাপণ্ণ হতে সংকোচবোধ থেকেই যায়। ইন্টারনেটের তথ্য অনুসন্ধ্যান সুবিধা এই ধরণের মানুষের সংগীর ন্যায় হয়েছে।
একারণে প্রতিনিয়তই মানুষ ইন্টারনেটে সার্চ করে চলেছে। সেই তথ্যের উপর ভিত্তি করে আমাদের কাছে যে তথ্য একত্রিত হয়েছে, তার উপর নির্ভর করে রাজশাহীর শীর্ষ ১০ জন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের নাম আমরা তুলে ধরব।

রাজশাহীর শীর্ষ ১০ জন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার-
০১) ডা: মামুন হোসেন
এমবিবিএস, এমফিল, পিএইচডি, এফসিপিএস
০২) ডাঃ এম. এম রানা
এমবিবিএস, বিসিএস এমডি (চাইল্ড এন্ড এডোলেন্সেন্ট সাইকিয়াট্রি)
০৩) ডা: মো: রাকিবুজ্জামান চৌধুরী (সৈকত)
এমবিবিএস, বিসিএস, এমসিপিএস (সাইকিয়াট্রি), পিএইচডি (ফেলো)
০৪) ডা: মোঃ জসিম উদ্দীন
এমবিবিএস (আরএমসি), বিসিএস (স্বাস্থ্য), এমডি (সাইকিয়াট্রি)-বিএসএমএমইউ
০৫) অধ্যাপক ডাঃ মোঃ আহসানুল হাবীব
এমবিবিএস, এফসিপিএস (সাইক) , ফেলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ভারত)
০৬) ডা: মোস্তফা আলীম
এমবিবিএস, এমডি (সাইকিয়াট্রি)
০৭) ডা: মো: মোয়াজ্জেম হোসেন
এমবিবিএস, ইউএসএমএলই (আমেরিকা), এমডি (সাইকিয়াট্রি, আমেরিকা), পিজিটি (আমেরিকা)
০৮) ডা. মইনুদ্দিন আহমেদ
এমবিবিএস, এমফিল (সাইকিয়াট্রি)
০৯) ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন
এমবিবিএস, বিসিএস, এমডি (সাইকিয়াট্রি)
১০) অধ্যাপক ডাঃ মোঃ আবু তাহের
এমবিবিএস,এমফিল (সাইকিয়াট্রি)

আমাদের ডেটাবেজের তথ্যের পরিসংখ্যান মতে এই তলিকাটি প্রদর্শন করা হচ্ছে। আপনাদের ব্যাক্তিগত মতামত অভিজ্ঞতা আপনারা নিজেদের সুবিধার্থে ব্যবহার করার অধিকার রাখেন। এই তথ্যের ভিত্তিতেই নিজেদের প্রয়োজনে ডাক্তার দেখাবেন কি না এটা একান্তই রোগীপক্ষের উপর নির্ভশীল।

ধৈর্য্য সহকারে আমাদের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পাতাটি ১২৩বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626