রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন নিউরো মেডিসিন স্পেশালিষ্ট

২৬-১২-২০২৩

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন নিউরো মেডিসিন স্পেশালিষ্ট

ব্রেন, নার্ভ, স্ট্রোক, প্যারালাইসিস, মাথা ব্যাথা প্রভৃতি সম্পর্কিত রোগের ক্ষেত্রে ঔষধের দ্বারা চিকিৎসার জন্য প্রায়শই যে ডাক্তারের স্বরণাপন্ন হয়ে থাকে সাধারণ মানুষ, তারা হলেন নিউরো মেডিসিন স্পেশালিষ্ট। আমাদের দেশের সাধারণ মানুষের কাছে নিউরো মেডিসিনের ডাক্তারদের পরিচিতি তুলনামূলক কম। একারণে ভালো চিকিৎসক কে আছেন, কোথায় রোগী দেখেন এধরণের তথ্য কমই পাওয়া যায়। বর্তমান সময়ে প্রযুক্তি ও প্রচারের নানান সহায়তায় আমরা নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারদের সম্পর্কে জানতে পারছি। ইন্টারনেট এই পরিচিতি কে করেছে আরও সহজ।

নিউরো মেডিসিন বিশেষজ্ঞদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে মানুষ খোজ করেন। কে সেরা, কার চিকিৎসা উন্নত, কার কাছে চিকিৎসার জন্য কোথায় যাওয়া লাগবে, এধরনের তথ্যের খোজ করার জন্য প্রতিনিয়তই মানুষ ইন্টারনেটে সার্চ করে চলেছে। সেই তথ্যের উপর ভিত্তি করে আমাদের কাছে যে তথ্য একত্রিত হয়েছে, তার উপর নির্ভর করে রাজশাহীর শীর্ষ ১০ জন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের নাম আমরা তুলে ধরব।

রাজশাহীর শীর্ষ ১০ জন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার-
১) অধ্যাপক ডা: কফিল উদ্দীন
এমবিবিএস, এমসিপিএস(মেডিসিন), এমডি(নিউরোলজী)
২) ডা: রেজা নাসিম আহমেদ রনি
এমবিবিএস, এমডি(নিউরো মেডিসিন), এফসিপিএস(আমেরিক), এফআরএসএম(লন্ডন)
৩) ডাঃ মুনজুর এলাহী
এমবিবিএস, এমডি(নিউরো মেডিসিন)
৪) ডা: পীযুষ কুমার কুন্ডু
এমবিবিএস, এমডি(নিউরো মেডিসিন)
৫) ডা: মো: আমজাদ হোসেন প্রামানিক
এমবিবিএস, বিসিএস, এমডি (নিউরো মেডিসিন)
৬) ডা: এম. আহম্মদ আলী
এমবিবিএস, এমডি(নিউরো মেডিসিন), ডিইউ
৭) ডা: এবিএম মাহবুবুল হক লিমন
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি(নিউরো মেডিসিন)
৮) ডা: মো: ইদ্রিস আলী আকন্দ
এমবিবিএস, বিসিএস, এমডি(নিউরো মেডিসিন)
৯) ডা: মো: পারভেজ আমিন
এমবিবিএস, এমডি(নিউরোলজী)
১০) ডা: অচিন্ত্য কুমার মল্লিক
এমবিবিএস, এমডি(নিউরোমেডিসিন)

আমাদের ডেটাবেজের তথ্যের পরিসংখ্যান মতে এই তলিকাটি প্রদর্শন করা হচ্ছে। আপনাদের ব্যাক্তিগত মতামত অভিজ্ঞতা আপনারা নিজেদের সুবিধার্থে ব্যবহার করার অধিকার রাখেন। এই তথ্যের ভিত্তিতেই নিজেদের প্রয়োজনে ডাক্তার দেখাবেন কি না এটা একান্তই রোগীপক্ষের উপর নির্ভশীল। আরও বলতে চাই এই তালিকা প্রকৃত সেরা ডাক্তারের তালিকা নয়, এটি শুধু রোগীদের অনুসন্ধ্যান তথ্য মাত্র।

ধৈর্য্য সহকারে আমাদের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পাতাটি ১৫৬বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626