রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন মেডিসিন স্পেশালিষ্ট

২৪-১২-২০২৩

জনসাধারণের সার্চ এর হিসেবে রাজশাহীর শীর্ষ ১০ জন মেডিসিন স্পেশালিষ্ট

আমরা প্রতিনিয়ত আমাদের নানাবিধ অসুস্থতায়, ডাক্তারের স্বরণাপন্ন হওয়ার ক্ষেত্রে প্রথমেই কিন্তু বলতে পারি না কোন ডাক্তারের কাছে যাবো। এর জন্য আগে এরকাছে ওরকাছে গিয়ে খোজ নেওয়া হতো আগে যে কোন ডাক্তারের কাছে যাওয়া উচিৎ। এখনার সময়ে যেকোনো রোগের জন্য চিকিৎসা পাওয়া যায় এরকম ডাক্তারের কথা উঠলে প্রথমেই নাম আছে মেডিসিন বিশেষজ্ঞদের। কারণ তাদের বিশেষত্ব হলো ঔষধ দ্বারা যেসকল রোগের চিকিৎসা সম্ভব তার সকল প্রকার চিকিৎসা তাদের নিকট পাওয়া যায়। এই কারণে সবাই মেডিসিন বিশেষজ্ঞদের সাথে কম হোক বা বেশি হোক, পরিচিত আছি। এখান থেকেই তাদের পরিচিতি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। আর এখনকার আধুনিক প্রযুক্তির সময়ে ইন্টারনেটের সহযোগিতায় তাদের খোজ করা আরও সহজ হয়েছে।

এই মেডিসিন বিশেষজ্ঞদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে মানুষ খোজ করেন। কে সেরা, কার চিকিৎসা উন্নত, কার কাছে চিকিৎসার জন্য কোথায় যাওয়া লাগবে, এধরনের তথ্যের খোজ করার জন্য প্রতিনিয়তই মানুষ ইন্টারনেটে সার্চ করে চলেছে। সেই তথ্যের উপর ভিত্তি করে আমাদের কাছে যে তথ্য একত্রিত হয়েছে, তার উপর নির্ভর করে রাজশাহীর শীর্ষ ১০ জন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের নাম আমরা তুলে ধরব।

রাজশাহীর শীর্ষ ১০ জন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার-
০১) ডাঃ শেখ মো: আফজাল উদ্দীন
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য), এমডি(ইন্টারনাল মেডিসিন)
০২) ডা: মো: নূরে আলম সিদ্দিকী
এমবিবিএস,বিসিএস (স্বাথ্য এফসিপিএস(মেডিসিন), এমডি(ইন্টারনাল মেডিসিন)
০৩) অধ্যাপক ডা: মোঃ খলিলুর রহমান
এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন), এমএসিপি আমেরিকা)
০৪) ডা: প্রবীর মোহন বসাক
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন), এমআরসিপি (ইউকে), এমআরসিপি এসসিই (রিউমাটোলজি) ইউকে
০৫) ডা: মো: জহিরুল হক
এমবিবিএস(ডিএমসি), এফসিপিএস(মেডিসিন)
০৬) ডা: আব্দুল্লাহ আল কাফী
এমবিবিএস(গোল্ড মেডেল), এমআরসিপি(লন্ডন)
০৭) অধ্যাপক ডা: মো: মাহবুবুর রহমান খান বাদশাহ
এমবিবিএস, এমসিপিএস, এমডি(মেডিসিন), এফএসিপি, পিএইচডি, এফআরসিপি (এডিন)
০৮) প্রফেসর ডা: মোহাম্মদ মতিউর রহমান
এমবিবিএস, বিসিএস, এফসিপিএস(মেডিসিন), ডিইএম (বারডেম)
০৯) অধ্যাপক ডা: মোহাম্মদ হাসান তারিক
এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন)
১০) অধ্যাপক ডা: বলাই চন্দ্র সরকার
এমবিবিএস, এফসিপিএস(মেডিসিন), এফসিপিএস (মেডিসিন), ডিইএম (রয়্যাল লিভারপুল একাডেমি - ইউকে)

আমাদের ডেটাবেজের তথ্যের পরিসংখ্যান মতে এই তলিকাটি প্রদর্শন করা হচ্ছে। আপনাদের ব্যাক্তিগত মতামত অভিজ্ঞতা আপনারা নিজেদের সুবিধার্থে ব্যবহার করার অধিকার রাখেন। এই তথ্যের ভিত্তিতেই নিজেদের প্রয়োজনে ডাক্তার দেখাবেন কি না এটা একান্তই রোগীপক্ষের উপর নির্ভশীল। আরও বলতে চাই এই তালিকা প্রকৃত সেরা ডাক্তারের তালিকা নয়, এটি শুধু রোগীদের অনুসন্ধ্যান তথ্য মাত্র।

ধৈর্য্য সহকারে আমাদের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পাতাটি ২০৯বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626