রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

আজ ০৪ নভেম্বর থেকে রাজশাহী মেডিকেল কলেজ চিকিৎসকদের ১ ঘন্টা কর্ম বিরতি

০৪-১১-২০২৩

আজ ০৪ নভেম্বর থেকে রাজশাহী মেডিকেল কলেজ চিকিৎসকদের ১ ঘন্টা কর্ম বিরতি

আজ ০৪/১১/২০২৩ (৪ নভেম্বর, ২০২৩) রোজ শনিবার রাজশাহীর জনপ্রিয় চিকিৎসক (চর্মরোগ বিশেষজ্ঞ) ডা: গোলাম কাজেম আলীর হত্যার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তারদের ১ ঘন্টা কর্ম বিরতি অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি চলছে।

উল্লেখ্য বিগত (২৯-১০-২০২৩) তারিখে রাত আনুমানিক ১১:৪৫মিনিটে চেম্বার থেকে বাড়ী ফেরার পথে রাজশাহীর জনপ্রিয় চিকিৎসক (চর্মরোগ বিশেষজ্ঞ) ডা: গোলাম কাজেম আলী আহমেদকে বর্নালীর মোড়ে সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে মৃত্যু বরন করেন।

এরই প্রতিবাদে ডাক্তারগণ ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। কিন্তু ৭২ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী দোষীদের কাউকে গ্রেপ্তার না করতে পারায়। ডাক্তারগন কর্ম বিরতিতে আছেন। এখানে চিকিৎসক জানান যে দোষীদের কাউকে গ্রেপ্তার না করা পর্যন্ত প্রতিদিন তারা ১ ঘন্টা করে কর্ম বিরতি অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন।

এই পাতাটি ১৮৭বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626