আজ ০৪ নভেম্বর থেকে রাজশাহী মেডিকেল কলেজ চিকিৎসকদের ১ ঘন্টা কর্ম বিরতি
আজ ০৪/১১/২০২৩ (৪ নভেম্বর, ২০২৩) রোজ শনিবার রাজশাহীর জনপ্রিয় চিকিৎসক (চর্মরোগ বিশেষজ্ঞ) ডা: গোলাম কাজেম আলীর হত্যার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তারদের ১ ঘন্টা কর্ম বিরতি অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি চলছে।
উল্লেখ্য বিগত (২৯-১০-২০২৩) তারিখে রাত আনুমানিক ১১:৪৫মিনিটে চেম্বার থেকে বাড়ী ফেরার পথে রাজশাহীর জনপ্রিয় চিকিৎসক (চর্মরোগ বিশেষজ্ঞ) ডা: গোলাম কাজেম আলী আহমেদকে বর্নালীর মোড়ে সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে মৃত্যু বরন করেন।
এরই প্রতিবাদে ডাক্তারগণ ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। কিন্তু ৭২ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী দোষীদের কাউকে গ্রেপ্তার না করতে পারায়। ডাক্তারগন কর্ম বিরতিতে আছেন। এখানে চিকিৎসক জানান যে দোষীদের কাউকে গ্রেপ্তার না করা পর্যন্ত প্রতিদিন তারা ১ ঘন্টা করে কর্ম বিরতি অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন।
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)