রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

ডা: আলম ইফতেখার বেলায়েত নবজাতক শিশু ও কিশোর রোগের চিকিৎসায় রাজশাহীতে নতুন পথিকৃৎ

৩১-১২-২০২২

ডা: আলম ইফতেখার বেলায়েত নবজাতক শিশু ও কিশোর রোগের চিকিৎসায় রাজশাহীতে নতুন পথিকৃৎ

প্রতিটা কাজের মধ্যে যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় আছে। তেমনি করে চিকিৎসা শাস্ত্রেও তাই। সব কিছু ছাপিয়ে চিকিতসকের উত্তম ব্যাবহার, হাতযশ, রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা প্রয়োগের মাধ্যমে অনাবিল মুনশিয়ানার পরিচয় দেন অনেকেই। অনেক চিকিৎসক আছেন যাদের কোন আবেগ বা হৃদয় অনুভুতি থাকে না । এ ধরনের চিকিৎসকদের সাধারনত মানুষ পছন্দ করে না। চিকিৎসা করতে হয় রোগের ধরন ও রুগির অবস্থা বুঝে। জ্ঞান অভিজ্ঞতা উৎকৃষ্ট ব্যাবহারের মধ্য দিয়েই সর্বোচ্চ চিকিৎসা দেয়া সম্ভব। ডা: আলম ইফতেখার বেলায়েত এমনই এক জন চিকিৎসক। ভাল মানের এবং ভাল মনের এক জন চিকিৎসক।

চিকিৎসা শাস্ত্রে প্রতিনিয়তই নতুন নতুন বিষয় অন্তর্ভূক্তি হয়ে থাকে। এক দিকে তিনি যেমন সর্বোচ্চ আধুনিক শিক্ষায় শিক্ষিত। অন্য দিকে শিশু কিশোরদের সাথে চমৎকার বোঝাপড়া করে চিকিৎসা প্রদান করে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন । এবং শুধী মহলে একজন ভাল চিকিৎসক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। একদিকে যেমন তিনি অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা দেন না। অপরদিকে পরিমিত ও সুনির্দিষ্ট ঔষধ প্রয়োগ করে রোগের চিকিৎসা দিয়ে থাকেন। এছাড়াও তিনি নির্দিষ্ট সংখ্যক রুগী দেখেন না। তাই রুগিরা সহজেই তাঁর সিরিয়াল পেতে পারেন। তিনি বর্তমানে রাজশাহী রয়্যাল হাসপাতালে নিয়মিত রুগী দেখে থাকেন। এছাড়াও তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করে থাকেন।

তার সিরিয়াল পেতে লিংকে ক্লিক করুন https://www.rajdoc.com/doctor/493/

এই পাতাটি ৬০৯বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ




যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626
phone: +8801311336757