রাজশাহীর অন্যতম একটি স্বনামধন্য প্রতিষ্ঠান রয়্যাল হাসপাতাল (প্রা:) লি:
রাজশাহী রয়্যাল হাসপাতাল (প্রা:) লি: রাজশাহীর ৪জন স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তার (অধ্যাপক ডা. এবি সিদ্দিকী, অধ্যাপক ডা: ইকবাল বারী, সহযোগী অধ্যাপক ডা: আসগার হোসেন এবং ডা: তাহমিদুর রহমান সহকারী অধ্যাপক) দ্বারা পরিচালিত পুর্নাঙ্গ হাসপাতাল। রাজশাহীতে প্রই প্রথম প্রতি ফ্লোরে ৬৫০০ বর্গফুট জায়গা সমৃদ্ধ রয়্যাল হাসপাতাল ভবনটি সম্পুর্ন হাসপাতাল যুগোপযোগী ভাবে নির্মিত।
ডায়াগনষ্টিক সেবাসমুহ:
- সম্পুর্ন কম্পিউটারাইজড প্যাথলজিক্যাল ল্যাবরেটরী
- উন্নত অটো হরমোন এনালাইজার, VIDAS PC, হেমাটোলজী এনালাইজার SYSMEX, অটোমেটিক ব্লাড কালচার মেশিনের মাধ্যমে ব্লাড ও ইউরিনের CS সহ সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা সাশ্রয় মূল্যে করা হয়।
- আধুনিক জাপানী NIHON KHODEN 32 চ্যানেল মেশিন এর মাধ্যমে মাথার EEG পরীক্ষা সাশ্রয় মূল্যে করা হয়।
- থ্যালাসমিয়া রোগ নির্নয়ের জন্য হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস মেশিন।
- আধুনিক জাপানী OLYMPUS CV-170 মেশিনের দ্বারা Video এন্ডোস্কপি ও কোলনস্কপি ব্যবস্থা।
- TVS মেশিনের মাধ্যমে মহিলাদের জরায়ু মুখ ক্যানসার পরীক্ষা
- 4D Color Dopler মেশিনের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাফী, ইকো কালার ডপলার ও জাপানী সিমার্জু মেশিনে ১০০% ডিজিটাল এক্সরে করা হয়।
- মহিলা ডাক্তার দ্বারা মহিলাদের আল্ট্রাসনোগ্রাফী ও কোলনস্কপির সুব্যবস্থা।
- সুলভ মূল্যে অটো হরমোন এনালাইজার, VIDAS PC মেশিন দ্বারা Vitamin D3(OH)25 পরীক্ষার ব্যবস্থা।
** এছাড়াও স্বল্প খরচে সকল প্রকার হেলথ চেকআপ কার্ডিওলজি স্কিনিং চেকআপ ও ফিমেল হেলথ চেকআপ করা হয়।
অপারেশন থিয়েটার:
- অত্যাধুনিক অপারেশন থিয়েটারে জার্মানীল উন্নত C-Arm মেশিনের মাধ্যমে অর্থোপেডিক্স, স্পাইন ও নিওরো সার্জারীর জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়।
- পরিচ্ছন্ন জীবানুমুক্ত ৪টি সুবিশাল অপারেশন থিয়েটার। যেখানে অভিজ্ঞ সার্জনদ্বারা জেনারেল সার্জারী, শিশু সার্জারী, গাইনি সার্জারী, নিউরো সার্জারী, অর্থোপেডিক্স, ইউরোলজী ও নাক-কান-গলাসহ সকল প্রকার অপারেশন সুলভ মূল্যে করা হয়।
- Operating Microscope মেশিনের মাধ্যমে কানের পর্দার ছিদ্র সহ কানের জটিল অপারেশন করা হয়।
হাসপাতাল সেবাসমুহ:
- ভর্তি ও অপারেশন রোগীদের জন্য রয়েছে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ ফ্লোরে পর্যাপ্ত পরিমান AC Cabin, VIP Cabin, Non AC Cabin ও সাধারন বেডের ব্যবস্থা।
- নবজাতক ও শিশুদের উন্নত চিকিৎসায় রাজশাহীর স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবি সিদ্দিকী, অধ্যাপক ডা: ইকবাল বারী, সহযোগী অধ্যাপক ডা: আসগার হোসেন এবং ডা: তাহমিদুর রহমান সহকারী অধ্যাপক গনের তত্বাবধানে নবজাতক ও শিশুদের সকল প্রকার উন্নত চিকিৎসা প্রদান করা হয়।
- রয়েছে উন্নত ফটোথেরাপি, ইনকিউবেটর মেশিন সহ পূর্নাঙ্গ বেবি কেয়ার ইউনিট।
- অতি অল্প খরচে ব্যাথা মুক্তভাবে নরমাল ডেলিভারী ব্যবস্থা।
- ভর্তি রোগীদের জন্য ২৪ঘন্টা বিদ্যুৎ ও লিফট এর সুব্যবস্থা।
- জরুরী রোগীদের জন্য রয়েছে এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবস্থা।
এছাড়াও সুলভ প্যাকেজ মূল্যে সিজারিয়ান, ল্যাপারোস্কপি ও চক্ষুসহ সকল প্রকার অপারেশন করা হয়।
তথ্য সংগ্রহে সার্বিক সহায়তা করেছেন গোপাল(রিসিপসনিস্ট)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)