রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহীর অন্যতম  একটি স্বনামধন্য প্রতিষ্ঠান রয়্যাল হাসপাতাল (প্রা:) লি:

২২-০৮-২০২২

রাজশাহীর অন্যতম একটি স্বনামধন্য প্রতিষ্ঠান রয়্যাল হাসপাতাল (প্রা:) লি:

রাজশাহী রয়্যাল হাসপাতাল (প্রা:) লি: রাজশাহীর ৪জন স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তার (অধ্যাপক ডা. এবি সিদ্দিকী, অধ্যাপক ডা: ইকবাল বারী, সহযোগী অধ্যাপক ডা: আসগার হোসেন এবং ডা: তাহমিদুর রহমান সহকারী অধ্যাপক) দ্বারা পরিচালিত পুর্নাঙ্গ হাসপাতাল। রাজশাহীতে প্রই প্রথম প্রতি ফ্লোরে ৬৫০০ বর্গফুট জায়গা সমৃদ্ধ রয়্যাল হাসপাতাল ভবনটি সম্পুর্ন হাসপাতাল যুগোপযোগী ভাবে নির্মিত।


ডায়াগনষ্টিক সেবাসমুহ:
- সম্পুর্ন কম্পিউটারাইজড প্যাথলজিক্যাল ল্যাবরেটরী
- উন্নত অটো হরমোন এনালাইজার, VIDAS PC, হেমাটোলজী এনালাইজার SYSMEX, অটোমেটিক ব্লাড কালচার মেশিনের মাধ্যমে ব্লাড ও ইউরিনের CS সহ সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা সাশ্রয় মূল্যে করা হয়।
- আধুনিক জাপানী NIHON KHODEN 32 চ্যানেল মেশিন এর মাধ্যমে মাথার EEG পরীক্ষা সাশ্রয় মূল্যে করা হয়।
- থ্যালাসমিয়া রোগ নির্নয়ের জন্য হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস মেশিন।
- আধুনিক জাপানী OLYMPUS CV-170 মেশিনের দ্বারা Video এন্ডোস্কপি ও কোলনস্কপি ব্যবস্থা।
- TVS মেশিনের মাধ্যমে মহিলাদের জরায়ু মুখ ক্যানসার পরীক্ষা
- 4D Color Dopler মেশিনের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাফী, ইকো কালার ডপলার ও জাপানী সিমার্জু মেশিনে ১০০% ডিজিটাল এক্সরে করা হয়।
- মহিলা ডাক্তার দ্বারা মহিলাদের আল্ট্রাসনোগ্রাফী ও কোলনস্কপির সুব্যবস্থা।
- সুলভ মূল্যে অটো হরমোন এনালাইজার, VIDAS PC মেশিন দ্বারা Vitamin D3(OH)25 পরীক্ষার ব্যবস্থা।
** এছাড়াও স্বল্প খরচে সকল প্রকার হেলথ চেকআপ কার্ডিওলজি স্কিনিং চেকআপ ও ফিমেল হেলথ চেকআপ করা হয়।
1661163778_news663.jpg
অপারেশন থিয়েটার:
- অত্যাধুনিক অপারেশন থিয়েটারে জার্মানীল উন্নত C-Arm মেশিনের মাধ্যমে অর্থোপেডিক্স, স্পাইন ও নিওরো সার্জারীর জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়।
- পরিচ্ছন্ন জীবানুমুক্ত ৪টি সুবিশাল অপারেশন থিয়েটার। যেখানে অভিজ্ঞ সার্জনদ্বারা জেনারেল সার্জারী, শিশু সার্জারী, গাইনি সার্জারী, নিউরো সার্জারী, অর্থোপেডিক্স, ইউরোলজী ও নাক-কান-গলাসহ সকল প্রকার অপারেশন সুলভ মূল্যে করা হয়।
- Operating Microscope মেশিনের মাধ্যমে কানের পর্দার ছিদ্র সহ কানের জটিল অপারেশন করা হয়।

হাসপাতাল সেবাসমুহ:
- ভর্তি ও অপারেশন রোগীদের জন্য রয়েছে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ ফ্লোরে পর্যাপ্ত পরিমান AC Cabin, VIP Cabin, Non AC Cabin ও সাধারন বেডের ব্যবস্থা।
- নবজাতক ও শিশুদের উন্নত চিকিৎসায় রাজশাহীর স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবি সিদ্দিকী, অধ্যাপক ডা: ইকবাল বারী, সহযোগী অধ্যাপক ডা: আসগার হোসেন এবং ডা: তাহমিদুর রহমান সহকারী অধ্যাপক গনের তত্বাবধানে নবজাতক ও শিশুদের সকল প্রকার উন্নত চিকিৎসা প্রদান করা হয়।
- রয়েছে উন্নত ফটোথেরাপি, ইনকিউবেটর মেশিন সহ পূর্নাঙ্গ বেবি কেয়ার ইউনিট।
- অতি অল্প খরচে ব্যাথা মুক্তভাবে নরমাল ডেলিভারী ব্যবস্থা।
- ভর্তি রোগীদের জন্য ২৪ঘন্টা বিদ্যুৎ ও লিফট এর সুব্যবস্থা।
- জরুরী রোগীদের জন্য রয়েছে এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবস্থা।
এছাড়াও সুলভ প্যাকেজ মূল্যে সিজারিয়ান, ল্যাপারোস্কপি ও চক্ষুসহ সকল প্রকার অপারেশন করা হয়।
তথ্য সংগ্রহে সার্বিক সহায়তা করেছেন গোপাল(রিসিপসনিস্ট)

এই পাতাটি ২৮০বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626