রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

সেবা প্রদানে অনন্য এক নাম আমানা হাসপাতাল লিমিটেড
Share on

২১-০৮-২০২২

সেবা প্রদানে অনন্য এক নাম আমানা হাসপাতাল লিমিটেড

রাজশাহীতে দীর্ঘ দিন ধরে আমানা হাসপাতাল তাদের সেবা দিয়ে যাচ্ছে । সেবা প্রদানে তারা অনেক এগিয়ে আছে। কারন তারা সব ধরনের সেবা প্রদান করে থাকেন। রোগীরা সকল সেবা একই সাথেই পেয়ে থাকেন। তার জন্য বেশির ভাগ রোগীদের প্রথম পছন্দ হল আমানা হাসপাতাল । সকর প্রকার পআথলজিক্যাল টেস্ট, সার্জরী, দন্ত ও চক্ষু বিঅগ, কিডনি ডায়ালাইসিস বিভাগ:, অর্থোপেটিক্স ও ট্রমা বিভাগ , ইত্যাদি সকল প্রকার প্রকার সেবা দিয়ে থাকেন । তাদের সমস্ত সেবা গুলো নিচে বিস্তরিত বলা হল। সেবা সমুহ:

- কম্পিউটারাইজড প্যাথলজিক্যাল ল্যাবরেটরী
- মাইক্রোবায়োলজী
- বায়োকেমিষ্ট্রি
- সেরোলজী
- সাইটোপ্যাথলজী
- FNAC
- 4D আল্ট্রাসনোগ্রাফী
- ১২ লীড ইসিজি
- ইকো কার্ডিওগ্রাফী
- Uroflowmetry
- ABG
1661082435_news660.jpg
- সর্বাধুনিক প্রযুক্তি Elisa পদ্ধতিতে রক্তের হরমোন এনালাইসিস
- অত্যাধুনিক এক্স-রে মেশিন, ডেন্টাল এক্সরে, ডিজিটাল এক্সরে
- মহিলা ব্যবস্থাপনায় মহিলাদের আল্ট্রাসনোগ্রাফী, ইসিজি ও অন্যান্য পরিক্ষার সুবিধা
- শীতাতপ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক মানের অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত একাধিক অপারেশন থিয়েটার
- অপারেশন চলাকালীন এবং মুমূর্ষ রোগীর মনিটরিং এর জন্য ইসিজি, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন, টেম্পারেচার এবং রেসপিরেটরী মনিটর


ল্যাপারোস্পোপিক এবং এন্ডোইউরো সার্জারী:
আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে উন্নত প্রশিক্ষনপ্রাপ্ত বিষেশজ্ঞ সার্জন দ্বারা পেট না কেটে ল্যাপারোস্কোপিক মেশিনের সাহায্যে পিত্তথলীর পাথর, কিডনী, মুত্রথলী, মুত্রনালীর পাথর অপারেশন, Urethral Structure(IOU) Internal Optical Urethrotomy


দন্ত ও চক্ষু বিভাগ:
- কম্পিউটারাইজড অটো রিফ্যাক্টোমিটার দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়
- মাইক্রোসকপিক পদ্ধতিতে চোখের ছানি অপারেশন করে কৃত্রিম লেন্স (PCIOL)সংযোজন

কিডনী ডায়ালাইসিস বিভাগ:
সেবা সমুহ: ব্রেন স্ট্রোক, রোড এক্সিডেন্ট, সাপেকাটা, ব্রেন টিউমার, ড্রাগ রিএকশন, কার্ডিয়াক এরেষ্ট, মাথায় আঘাতপ্রাপ্ত রোগী, বয়সজনিত শ্বাসকষ্ট, রেসপিরেটরী ফেইলর ইত্যাদি
এছাড়াও ইটালীর Formula Plus ডায়ালাইসিস মেশিনের সাহায্যে কম খরচে নিয়মিত কিডনী ডায়ালাইসিস করা হয়

অর্থোপেটিক্স ও ট্রমা বিভাগ
অর্থোপেটিক্স ও যাবতীয় ট্রমার অপারেশনের জন্য অত্যাধুনিক C-Arm মেশিন সম্বলিত ট্রমা সেন্টার
তাদের সাথে যোগাযোগের ঠিকানাঃঝাউতলা মোড়, লক্ষীপুর, রাজশাহী
ফোন: ০১৭০৫-৪০ ৩৬ ১০, ০১৭০৫-৪০ ৩৬ ১১

এই পাতাটি ২৭২বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626