স্বল্প খরচে সকল পরীক্ষা নিরীক্ষা করানো হয় মেডিনোভা ডায়াগনষ্টিক সেন্টারে
রাজশাহীতে এমন কিছু ডায়াগনষ্টিক সেন্টার রয়েছে যারা দীর্ঘদিন ধরে উন্নত মানের রোগীদের সেবা দিয়ে তারা কখনো রোগীদের মনে জাইগা আরে নিয়েছে। তাদের মধ্যে দি মেডিনোভা ডায়াগনষ্টিক সেন্টার অন্যতম। সেবার মান ভাল ও বিশ্বস্থ প্রতিষ্ঠান হওয়ায় রোগীরা তাদের কাছেই যায়। কোন রকম প্রচার ছাড়াও রোগীদের প্রচ্চুর ভীড় হয়। কারন তাদের সেবা অনেক উন্নত। সকল প্রকার আধুনিক যন্ত্রপাতি দিয়ে সব রকমের টেস্ট করা হয়। দক্ষ কর্মীরা নিরলসভাবে দিন রাত কাজ করে রোগীদের সেবা ও সঠিক রির্পোট নিশ্চিত করতে। দি মেডিনোভা ডায়াগনষ্টিক সেন্টার
তাদের ওখানে কোন ডাক্তার বসে না । শুধুমাত্র সকল প্রকার টেস্ট করা হয়। আর টেস্টগুলো মান সম্মত বলেই রোগীরা সকল প্রকার টেস্ট এখানে করে থাকে । এই জন্য তারা প্রচার প্রচারনার থেকে রোগীর উন্নত সেবা নিশ্চত করতে বেশি মনোযোগী। তাদের ম্যানেজমেন্ট সব সময় রোগীদের সেবা কিভাবে আরো সহজ ও আধুনিক করা যায় এসব নিয়ে কাজ করছে। এছাড়া তাদের কিছু উন্নত মানের সেবা চালু আছে সেগুলো হলঃ
• সকল প্রকার টেস্ট করা হয়,
• স্বল্প খরচে সকল পরীক্ষা নিরীক্ষা করানো হয়
• কম্পিউটারাজ প্যাথলজিক্যাল ল্যাবরেটরী
• মহিলা ডাক্তার দ্বারা আলট্রাসনোগ্রাফী করানো হয়
• ১০০% ডিজিটাল এক্সরে করা হয়
• Automated ECG Analyzer মেশিনের মাধ্যমে ইসিজি করা হয়
• তাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ শেরশাহ রোড, লক্ষীপুর মোড় থেকে ১৫০ গজ পশ্চিমে ,লক্ষীপুর, রাজশাহী।
মোবাইলঃ ০১৭১৮-৮২২২০৮
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)