রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহীতে প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান হল বেলভিউ ইমেজিং এন্ড ডায়াগনষ্টিক সেন্টার সেন্টার

১০-০৮-২০২২

রাজশাহীতে প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান হল বেলভিউ ইমেজিং এন্ড ডায়াগনষ্টিক সেন্টার সেন্টার

বর্তমান যুগ হল ডিজিটাল যুগ । একটি দেশ তখনই সামনের দিকে এগিয়ে যাবে যখন তার দেশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে যাবে। শুধু মাত্র দেশের প্রযুক্তির উপর নির্ভর করে দেশের অর্থনিতি অনেকাংশে নির্ভর করে । প্রযুক্তি মানুষের জীবনকে আরো সহজ করে দিয়েছে। মানূষের মৌলিক চাহিদা গুলোবো এখন অনেকটায় প্রযুক্তির ছোঁয়া লেগেছে। শিক্ষা বস্ত্র বাসস্থান চিকিত্সা সব কিছুই এখন প্রযুক্তি নির্ভর। চিকিত্সা ক্ষেত্রে প্রযুক্তি অবদান অপরিসিম। প্রযুক্তি ব্যবহার করে সঠিক রোগ নির্নয় করা যায়। বাংলাদেশ স্বাস্থ্য খাতে উন্নত অনেকে উন্নত করেছে। দেশের বিভাগীয় শহরগুলোতে স্বাস্থ্য ব্যবস্থা ভালো । রাজশাহীও এর ব্যতিক্রম না । রাজশাহীর স্বাস্থ্য খাত আগের চেয়ে অনেক উন্নত । প্রায় সকল ধরনের পরীক্ষা নিরিক্ষা যা ২-৩ বছর আগেও রাজশাহীতে হত না কিন্তু তা এখন রাজশাহীতে হচ্ছে।
1660135147_news637.jpg
রাজশাহীতে যত ডায়াগনষ্টিক সেন্টার রয়েছে প্রায় সব গুলোই উন্নত । চিকিত্সা সেবা সব গুলারউ ভালো। বেলভিউ ইমেজিং এন্ড ডায়াগনষ্টিক সেন্টার সেন্টার দীর্ঘদিন ধরে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। প্যাথলজিক্যাল সকল প্রকার টেস্ট করা হয়। রাজশাহীর কিছু বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত রোগী দেখছেন । মেডিসিন. নিউরোমেডিসিন,গাইনি,হাড়-জোড় ,শিশু,নাক-কান-গলা ,ইউরোলজী ইত্যাদি সকল বিভাগের ডাক্তার গন প্রতিনিয়ত রোগী দেখছেন। এটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি ডায়াগনষ্টিক সেন্টার । এদের ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর যা একজন রোগীকে মনোমুগ্ধ করবে। তাদের সাথে যোগাযোগের ঠিকানাঃশেরশাহ রোড, লক্ষীপুর, রাজশাহী।ফোন: ০১৭৮৪-৬৫ ০৬ ৬৫

এই পাতাটি ২৮২বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626