রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জামিল ব্রিগেডের

১৭-১০-২০২১

ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জামিল ব্রিগেডের

করোনা প্রতিরোধে ভ্যাকসিন নেয়ার পরও রাজশাহী নগরবাসীকে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শহিদ জামিল ব্রিগেড। শনিবার বিকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণকালে জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবু এ আহ্বান জানান। মানুষের বেপরোয়া চলাফেরা যেকোন মুহুর্তে সংক্রমণ বাড়িয়ে তুলতে পারে উল্লেখ করে দেবু বলেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে উদাসীন মনোভাব তৈরী করলে চলবে না। এতে বিপদকে ত্বরান্বিত করা হবে।

টিকা নিয়েছি বলেই বোপরোয়াভাবে ঘোরা উচিত হবে না। এ বিষয়ে আমাদের এখন থেকেই সজাগ হওয়া প্রয়োজন। নিজের পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, শহিদ জামিল ব্রিগেডের মনিটরিং সেলের সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, অসিত পাল, সীতানাথ বণিক, বোয়ালিয়া থানার সমন্বয়কারী ওহিদুর রহমান, সদস্য বিশু শেখ, রাজপাড়া থানার সদস্য ইফতিক হাসান প্রমুখ।

এই পাতাটি ১৭৮বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ




যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626
phone: +8801311336757