সিনোভ্যাক-সিনোফার্ম বয়স্কদের তৃতীয় ডোজ দিতে সুপারিশ
চীনের সিনোভ্যাক এবং সিনোফার্মের টিকা নেওয়া ৬০ বছরের বেশি বয়সীদের তৃতীয় ডোজ দেওয়ার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল শুধু তাদের ক্ষেত্রেও তৃতীয় ডোজের কথা বিবেচনা করতে বলেছে তারা। গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাবিষয়ক উপদেষ্টারা এ সুপারিশ করেন। এএফপির খবরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান বিষয়ে বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী দল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন (এসএজিই) ৬০ বছরের বেশি বয়সীদের চীনের টিকার তৃতীয় ডোজ নিয়ে এই সুপারিশ করেছে। তবে বড় পরিসরে জনগণের সবাইকে বুস্টার বা তৃতীয় ডোজ টিকা দেওয়ার সুপারিশ করেননি উপদেষ্টারা।
এসএজিই বলছে, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম এবং যারা বয়স্ক, তারা করোনাভাইরাসে সংক্রমিত হলে ঝুঁকি বেশি থাকে। তাই এই তৃতীয় ডোজের কথা বলা হচ্ছে। এক্ষেত্রে সিনোভ্যাক বা সিনোফার্মের টিকার সরবরাহ কম থাকলে আলাদা টিকা তৃতীয় ডোজ হিসেবে দেওয়া যেতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টারা তৃতীয় ডোজের টিকা দিতে গিয়ে প্রথম দুই ডোজে গুরুত্ব যেন কম দেওয়া না হয় সে বিষয়েও তাগিদ দিয়েছেন। প্রথম দুই ডোজকে আগে গুরুত্ব দিয়েই তারপর বয়স্কদের তৃতীয় ডোজ টিকা দেওয়ার কথা চিন্তা করার পরামর্শ দিয়েছেন তারা।
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)