রাজশাহীতে করোনা শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যার চেয়ে সব সময় বেশি রোগী ভর্তি থাকছেন। প্রথম দফা লকডাউন শুরুর পরদিন ১২ জুন জেলায় করোনা শনাক্তের হার ছিল ৫৩ দশমিক ৬৭ শতাংশ। এই হার প্রতিদিন ওঠানামা করলেও রোগী বেড়েই চলেছে।
সেই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের প্রচুর অক্সিজেন লাগছে। এই অক্সিজেন সরবারাহের জন্য অনেকটা হিমশিম খেতে হচ্ছে। করোনা রোগীদের ১০০% অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে তাই নতুন অক্সিজেন প্লান্ট প্রতিস্থাপন করা হচ্ছে। এরকম পরিস্থিতিতে যা খুবই জরুরি ছিল। করোনা আক্রান্ত রোগীর পরিবার সহ সাধারন জনগন হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী স্যারকে ধন্যবাদ জানিয়েছেন।
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)