রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রামেকে স্থাপন করা হচ্ছে নতুন অক্সিজেন প্লান্ট

২৪-০৬-২০২১

রামেকে স্থাপন করা হচ্ছে নতুন অক্সিজেন প্লান্ট

রাজশাহীতে করোনা শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যার চেয়ে সব সময় বেশি রোগী ভর্তি থাকছেন। প্রথম দফা লকডাউন শুরুর পরদিন ১২ জুন জেলায় করোনা শনাক্তের হার ছিল ৫৩ দশমিক ৬৭ শতাংশ। এই হার প্রতিদিন ওঠানামা করলেও রোগী বেড়েই চলেছে।

সেই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের প্রচুর অক্সিজেন লাগছে। এই অক্সিজেন সরবারাহের জন্য অনেকটা হিমশিম খেতে হচ্ছে। করোনা রোগীদের ১০০% অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে তাই নতুন অক্সিজেন প্লান্ট প্রতিস্থাপন করা হচ্ছে। এরকম পরিস্থিতিতে যা খুবই জরুরি ছিল। করোনা আক্রান্ত রোগীর পরিবার সহ সাধারন জনগন হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী স্যারকে ধন্যবাদ জানিয়েছেন।

এই পাতাটি ৩২২বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626