রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডায়াগনিষ্ট/হাসপাতালের জন্য কিছু সংখ্যক ডাক্তার প্রয়োজন।

করোনা ভ্যাকসিন এ সফলতার পথে বাংলাদেশ, যুক্ত হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়
Share on

১৮-১০-২০২০

করোনা ভ্যাকসিন এ সফলতার পথে বাংলাদেশ, যুক্ত হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ ও গ্লোব বায়োটেক লিমিটেডের প্রধান নির্বাহী ড. কাকন নাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, গত ১৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেকের আবিষ্কার করা তিনটি ভ্যাকসিনকে কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকাতে অন্তর্ভুক্ত করেছে। গ্লোবের ভ্যাকসিনের নাম ব্যানকোভিড। ভ্যাকসিন তিনটি হলো, D614G Variant mRNA vaccine, DNA plasmid vaccine এবং Adenovirus Type-5 Vector Vaccine।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের গ্লোব বায়োটেক-ই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যাদের সর্বোচ্চ তিনটি ভ্যাকসিনের নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন ক্যান্ডিডেটের তালিকাতে রয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর গ্লোব জানায়, গ্লোব সফলভাবে প্রাণিদেহে তাদের ট্রায়াল সম্পন্ন করেছে, এখন হিউম্যান ট্রায়ালে যওয়ার জন্য প্রস্তুত। সেদিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ জানান, সব ঠিকঠাক থাকলে, সরকারের সার্বিক সহযোগিতা পেলে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে আসবে। তবে এজন্য তিনি সরকারের পৃষ্ঠপোষকতার জন্য আবেদন করেন। তারও আগে গত ২ জুলাই প্রতিষ্ঠানটি করোনাতে তাদের ভ্যাকসিন আবিষ্কারের কথা ঘোষণা দিয়ে জানায়, গত ৮ মার্চ থেকে তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করেছে। গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেটকে স্বীকৃতি দিলো। বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ যে দেশের একটি কোম্পানির তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেট বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে তালিকাভুক্ত হলো। আর এই তিনটি ভ্যাকসিনের কথা আমরা গত দুই জুলাইতে বলেছিলাম।

ডা. আসিফ মাহমুদ জানান, তাদের এ ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল বা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশ ( আইসিডিডিআরবি)র সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তি অনুযায়ী আইসিডিডিআরবি এখন প্রটোকল তৈরি করে বিএমআরসিতে (বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল) জমা দেবে। বিএমআরসির অনুমোদন পেলে তারা হিউম্যান ট্রায়াল শুরু করবে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, গ্লোব বায়োটেকের ব্যানকোভিডকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যান্ডস্ক্যাপে অর্ন্তভুক্ত করা হয়েছে। যেখানে জানানো হয় বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়ে কোন কোন দেশের কোন কোম্পানি বা প্রতিষ্ঠান কাজ করছে। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে কাজ করা কোম্পানির তথ্য তালিকাভুক্ত করা, এখানে কোনও অনুমোদন বা স্বীকৃতির বিষয় নেই। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফায়েড ভ্যাকসিনের তালিকা, ভ্যাকসিনের তালিকা, অনুমোদিত ভ্যাকসিনের তালিকা এবং ল্যান্ডস্কেপ-এই ধাপগুলো রয়েছে। গ্লোবের ভ্যাকসিন কেবলমাত্র ল্যান্ডস্কেপে তালিকাভুক্ত হয়েছে।

এই পাতাটি ৭২৯বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ


14th June
বিশ্ব রক্তদাতা দিবস

বিশ্ব রক্তদাতা দিবস প্রতি বছর ১৪ জুন পালিত হয়, যার মূল উদ্দেশ্য স্বেচ্ছায় ও নিরাপদ রক্তদানের গুরুত্ব প্রচার এবং রক্তদাতাদের প্রতি সম্মান জানানো। এই দিনটি কার্ল ল্যান্ডস্টেইনার-এর জন্মদিনে পালন করা হয়, যিনি রক্তের গ্রুপ আবিষ্কার করে আধুনিক রক্তসঞ্চালন ব্যবস্থার ভিত্তি তৈরি করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির মতো সংগঠনগুলো ২০০৪ সাল থেকে এই দিবসটি আয়োজন করে আসছে। প্রতিবছর একটি বিশেষ থিম নির্ধারণ করা হয়, যেমন ২০২৩ সালে থিম ছিল "রক্ত দিন, প্লাজমা দিন, জীবন বাঁচান, নিয়মিত শেয়ার করুন"। রক্তদান জীবনরক্ষাকারী চিকিৎসা, থ্যালাসেমিয়া, ক্যান্সার, দুর্ঘটনায় আক্রান্ত রোগী ও প্রসূতি মায়েদের জন্য অপরিহার্য। তবে বিশ্বজুড়ে রক্তের ঘাটতি রয়েছে, তাই নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা প্রয়োজন। এই দিবসে রক্তদাতাদের তালিকা তৈরি, ক্যাম্পেইন, সেমিনার ও পুরস্কারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হয়। একটি রক্তদান তিনটি জীবন বাঁচাতে পারে—এ সত্য সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই দিনের লক্ষ্য। সকল সুস্থ ব্যক্তিকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই মহৎ উদ্দেশ্যে।




যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub