রাজশাহী অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই করছে। বিভাগের আট জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৮৯ জন।
রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৪ হাজার ১২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বগুড়া জেলায়। এ ছাড়া রাজশাহীতে ২ হাজার ১০৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৯১, নওগাঁয় ৭৭৯, নাটোরে ৩৫০, জয়পুরহাটে ৬২৭, সিরাজগঞ্জে ১ হাজার ৪৩ জন এবং পাবনায় ৬৭১ জন রোগী শনাক্ত হয়েছেন।
বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১২৯ জন।
এর মধ্যে শনিবার জয়পুরহাটে প্রথম একজনের মৃত্যু হয়েছে। এ দিন বগুড়ারও একজন মারা গেছেন। বগুড়ায় এখন মোট মৃত্যুর সংখ্যা ৭৯ জন। এ ছাড়া রাজশাহীতে ১৭, নওগাঁয় ১২, নাটোরে ১, সিরাজগঞ্জে ১০ এবং পাবনায় ৯ জন করে মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনিবার রাজশাহী বিভাগে নতুন ১৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬৯ জন করে শনাক্ত হয়েছেন রাজশাহী ও বগুড়ায়।
এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে পাঁচ, নাটোরে ১০, জয়পুরহাটে দুই এবং সিরাজগঞ্জে ১৯ জনের শনাক্ত হয়েছে।
এদিন করোনামুক্ত হয়েছেন ২৩৫ জন। এর মধ্যে ১১৯ জনের বাড়ি রাজশাহী। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২৩ জন, নওগাঁর ২০, জয়পুরহাটের ৩, বগুড়ার ৪১, সিরাজগঞ্জের ১১ জন এবং পাবনার ১৮ জন সুস্থ হয়েছেন। গোটা বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০৯ জন।
এর মধ্যে রাজশাহীর ৭২১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১২০, নওগাঁর ৫৫৮, নাটোরের ১১৫, জয়পুরহাটের ১৮৮, বগুড়ার ২ হাজার ১০৬, সিরাজগঞ্জের ২১৮ জন এবং পাবনার ২৮৩ জন করোনামুক্ত হয়েছেন। রাজশাহী বিভাগে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২৮ জন কোভিড-১৯ রোগী। যুগান্তর।
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)
রাজডক কী? ফ্রী সদস্য হোন
Click Here
ডাক্তার হিসাবে যোগদান করতে Click Here স্বাস্থসেবা সংক্রান্ত তথ্য পেতে কল করুন 01753226626, 01311336757 নম্বরে (সকাল ১০টা থেকে রাত ৬টা)