রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

রাজশাহী অঞ্চলে করোনা আক্রান্ত ১০ হাজার ছুঁই ছুঁই

১৯-০৭-২০২০

রাজশাহী অঞ্চলে করোনা আক্রান্ত ১০ হাজার ছুঁই ছুঁই

রাজশাহী অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই করছে। বিভাগের আট জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৮৯ জন।

রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৪ হাজার ১২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বগুড়া জেলায়। এ ছাড়া রাজশাহীতে ২ হাজার ১০৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৯১, নওগাঁয় ৭৭৯, নাটোরে ৩৫০, জয়পুরহাটে ৬২৭, সিরাজগঞ্জে ১ হাজার ৪৩ জন এবং পাবনায় ৬৭১ জন রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১২৯ জন।

এর মধ্যে শনিবার জয়পুরহাটে প্রথম একজনের মৃত্যু হয়েছে। এ দিন বগুড়ারও একজন মারা গেছেন। বগুড়ায় এখন মোট মৃত্যুর সংখ্যা ৭৯ জন। এ ছাড়া রাজশাহীতে ১৭, নওগাঁয় ১২, নাটোরে ১, সিরাজগঞ্জে ১০ এবং পাবনায় ৯ জন করে মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনিবার রাজশাহী বিভাগে নতুন ১৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬৯ জন করে শনাক্ত হয়েছেন রাজশাহী ও বগুড়ায়।

এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে পাঁচ, নাটোরে ১০, জয়পুরহাটে দুই এবং সিরাজগঞ্জে ১৯ জনের শনাক্ত হয়েছে।

এদিন করোনামুক্ত হয়েছেন ২৩৫ জন। এর মধ্যে ১১৯ জনের বাড়ি রাজশাহী। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২৩ জন, নওগাঁর ২০, জয়পুরহাটের ৩, বগুড়ার ৪১, সিরাজগঞ্জের ১১ জন এবং পাবনার ১৮ জন সুস্থ হয়েছেন। গোটা বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০৯ জন।

এর মধ্যে রাজশাহীর ৭২১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১২০, নওগাঁর ৫৫৮, নাটোরের ১১৫, জয়পুরহাটের ১৮৮, বগুড়ার ২ হাজার ১০৬, সিরাজগঞ্জের ২১৮ জন এবং পাবনার ২৮৩ জন করোনামুক্ত হয়েছেন। রাজশাহী বিভাগে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২৮ জন কোভিড-১৯ রোগী। যুগান্তর।

এই পাতাটি ৩২৫বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
Phone: +8801753226626