রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
RR Properties

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ : সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি
Share on

১৫-১১-২০২৫

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ : সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি

১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল “Access to Diabetes Care – সহজলভ্য সেবা, সুরক্ষিত ভবিষ্যৎ”। দিবসটি উপলক্ষে বিশ্বজুড়ে যেমন নানা কর্মসূচি পালিত হয়েছে, তেমনি বাংলাদেশেও সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ সচেতনতা বাড়াতে বিভিন্ন আয়োজন করে।



রাজশাহীতেও দিনব্যাপী সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে রক্তে গ্লুকোজ পরীক্ষা, ডায়েট পরামর্শ, ডায়াবেটিস প্রতিরোধবিষয়ক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। চিকিৎসকরা মনে করেন—ডায়াবেটিস প্রতিরোধে জীবনযাপনের পরিবর্তন, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ এবং বছরে অন্তত একবার ডায়াবেটিস স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।



বিশেষজ্ঞদের ভাষ্যমতে, বাংলাদেশে দ্রুত বেড়ে চলা ডায়াবেটিস রোগীর সংখ্যা রোধে পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে অস্বাস্থ্যকর খাবার, স্থবির জীবনযাপন ও মোবাইল নির্ভরতা ডায়াবেটিস ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলেও তারা মন্তব্য করেন।



দিবসটিতে স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বার্তা ছড়িয়ে দেয়। আগামীর সুস্থ প্রজন্ম রক্ষায় ডায়াবেটিস সম্পর্কে জানার পাশাপাশি ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহণে সকলের প্রতি আহ্বান জানানো হয়।



এই পাতাটি ১৮১বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ





যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub