রাজশাহীতে এ আর আল্ট্রাসাউন্ডের শিক্ষা সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
রাজশাহীর জনপ্রিয় আল্ট্রাসাউন্ড প্রশিক্ষণ প্রতিষ্ঠান এ আর আল্ট্রাসাউন্ড গতকাল এক বর্ণাঢ্য শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। শহরের রানীবাজারে অবস্থিত কাবাব হাউজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ, বারিন্দ মেডিকেল কলেজ, ইসলামী মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া দেশের বাইর থেকেও শিক্ষার্থীরা অংশ নেন, যার মধ্যে নেপাল থেকে আগত বেশ কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডা. আব্দুর রহমান বিশ্বাস শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারকস্বরূপ ব্যাগ প্রদান করেন। রাত ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এ আয়োজন শেষে অতিথিদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়।
আনন্দ ও উৎসাহে ভরপুর এই আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা, মতামত এবং ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন। সবাই এ অনুষ্ঠানের প্রশংসা করেন এবং প্রশিক্ষণ শেষে নিজেদের কর্মজীবনে অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
২০২০ এ স্থাপিত এই প্রতিষ্ঠান টি CMU DMU TVS ACMU ADMU DMUD ANOMALY SCAN MSK USG এর উপরে প্রশিক্ষন দিয়ে থাকে।