রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
RR Properties

মহান বিজয় দিবস উপলক্ষ্যে এ আর আল্ট্রাসাউন্ড দিচ্ছে ৫০০ টাকায় টেস্ট
Share on

০৪-১২-২০২৩

মহান বিজয় দিবস উপলক্ষ্যে এ আর আল্ট্রাসাউন্ড দিচ্ছে ৫০০ টাকায় টেস্ট

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজশাহীর স্বনামধন্য প্রতিষ্ঠান এ আর আল্ট্রাসাউন্ড একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছেন রাজশাহীবাসী সাধারণ জনগণের জন্য। বিজয়ের এই মহা উৎসব পালনে তারা পরীক্ষা খরচ রেখেছেন মাত্র ৫০০/- টাকা।
তারা জানিয়েছেন, এই সুবিধাটি নেওয়ার জন্য অবশ্যই গ্রহীতাকে রাজডক এর নিবন্ধিত সদস্য হতে হবে। এবং তারা এটি যাচাই করে নেবেন যে তারা রাজডকের সদস্য কি না। এই অফারটি চলবে ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ।

আপনি যদি এই অফারটি নিতে চান আপনাকে অবশ্যই রাজডক ডট কম এর নিবন্ধিত সদস্য হতে হবে। এর জন্য আমাদের ওয়েবসাইটের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে হবে এবং রাজডক-এর পক্ষ থেকে এ আর আল্ট্রাসাউন্ড এ তথ্য প্রেরণ করা হবে। এভাবেই আপনি এই সুযোগটি গ্রহণ করতে সক্ষম হবেন।

অফারটি গ্রহণে তার দেরি না করে এখনই রাজডকে নিবন্ধন করুণ এবং এই সুযোগটি গ্রহণ করুন।

এই পাতাটি ৩৬৭বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ





যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub